সীমান্তে ফের ভারত-চীন সেনাদের সংঘর্ষ

৩১ আগস্ট ২০২০, ১২:২৯ PM

© আনন্দবাজার

ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে নিয়ে সংঘাত ও টানাপড়েন অব্যাহত রয়েছে এখনও। তারমধ্যেই লাদাখে ফের চীনা সেনাবাহিনী আগ্রাসী রূপ ধারণ করেছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। গত ২৯ ও ৩০ অগস্ট রাতে ফের সামরিক সংঘাত হয়েছে বলে জানানো হয়েছে খবরে।

আন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ভারতীয় জওয়ানদের সংঘর্ষে লিপ্ত হতে উস্কানি দেয় তারা। আজ সোমবার ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীপ জনসংযোগ কর্মকর্তা কর্নেল আমন আনন্দ বলেন, ‘সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে পূর্ব লাদাখে সংঘাত পরিস্থিতি কাটিয়ে উঠতে যে ঐক্যমত্যে পৌঁছনো গিয়েছিল, ২৯/৩০ অগস্ট রাতে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তা লংঘন করেছে।’

স্থিতাবস্থা নষ্ট করতে সেখানে তারা প্ররোচনামূলক সামরিক পদক্ষেপ নিয়েছে বলেও দাবি করেন তিনি। তবে চীন ঠিক কী ধরনের সামরিক পদক্ষেপ করা হয়েছে, তা খোলসা করেননি কর্নেল আমন আনন্দ।

তিনি বলেন, ‘প্যাংগং হ্রদের দক্ষিণে চীনা বাহিনীর এই আগ্রাসন প্রতিহত করতে সক্ষম হয় ভারতীয় বাহিনী। সেখানে নিজেদের অবস্থান মজবুত করা গেছে। একতরফা ভাবে চীন পরিস্থিতি বদলানোর চেষ্টা করে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।’

লাদাখ সীমান্তে নতুন করে এই উত্তেজনার পর দুই দেশের বাহিনীর মধ্যে আলোচনা শুরু হয়েছে বলেও জানিয়েছেন কর্নেল আনন্দ। তিনি বলেন, ‘আলাপ আলোচনার মাধ্যমে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার পাশাপাশি আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় সেনা। লাদাখের পরিস্থিতি নিয়ে চুসুলে ব্রিগেড কমান্ডার স্তরের ফ্ল্যাগ মিটিং চলছে।’

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬