ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করল টিকটক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ০৯:০৩ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৪:২১ PM
মার্কিন প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট ফর সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অফ ক্যালিফোর্নিয়ায় একটি মামলা দায়ের করেছে টিকটক কর্তৃপক্ষ।
চীনা প্রতিষ্ঠানটির অভিযোগ, জরুরি অর্থনৈতিক ক্ষমতা ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে। এতে যথাযথ প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়েছে টিকটক।
মামলার অভিযোগ বলছে, ট্রাম্পের নির্বাহী আদেশের কারণে যুক্তরাষ্ট্রে টিকটকের পরিচালনা বন্ধ হয়ে যাবে। ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট ফর সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অফ ক্যালিফোর্নিয়ায় টিকটক গত সোমবার মামলাটি দায়ের করেছে।
গত রবিবার টিকটকের একজন মুখপাত্র জানান, আইনের শাসনের লঙ্ঘন ঠেকানো এবং আমাদের কম্পানি ও ব্যবহারকারীদের সঙ্গে ন্যায্য আচরণ নিশ্চিতের লক্ষ্যে নির্বাহী আদেশের বিপক্ষে আইনের মাধ্যমে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া ছাড়া আমাদের কোন উপায় নেই।
টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের বিরুদ্ধে মামলা লড়া হালকা কোনো বিষয় নয়। টিকটকের ব্যবসায়িক অধিকার, পাঁচ শতাধিক কর্মীদের মৌলিক অধিকার এবং ব্যবহারকারীদের অধিকার সুরক্ষায় আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া কোনো পথও খোলা ছিল না।