খোলা মাঠে ঈদের নামাজের অনুমতি ইরানে

১৭ মে ২০২০, ০৫:০৬ PM

© সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে খোলা মাঠে ঈদ-উল ফিতরের নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে। ইরানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ কমিটিরি সেক্রেটারি হোসেইন কাজেমি জানিয়েছেন, ইরানের সব শহরেই খোলা ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

তিনি জানান, রমজানের পরেই রেস্টুরেন্ট খুলে দেওয়া হবে। তবে সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলতে হবে। প্রায় দুই মাস বন্ধ থাকার পর চলতি মাসের শুরুর দিকে বেশ কিছু এলাকায় মসজিদ খুলে দিয়েছে ইরান।

গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ইরানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তারপর থেকেই সেখানে করোনার প্রকোপ বাড়তে থাকে। করোনার বিস্তাররোধে গত মার্চে লকডাউন জারি করা হয়। সে সময় সব শিক্ষাপ্রতিষ্ঠান, সিনেমা হল, স্টেডিয়ামসহ অন্যান্য সমাবেশস্থল বন্ধ ঘোষণা করা হয়। তবে অর্থনৈতিক ক্ষতি কমাতে ইতোমধ্যেই অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ফের চালু করার অনুমতি দিয়েছে প্রশাসন।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর তুলনায় ইরানে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৯২ জন এবং মারা গেছে ৬ হাজার ৯৩৭ জন।

দেশটিতে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ৯৩ হাজার ১৪৭ জন। দেশটিতে বর্তমানে করোনা অ্যাক্টিভ কেস ১৮ হাজার ৩০৮টি। তবে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ২ হাজার ৭১৬ জন।

৩০ ফুট গভীর নলকূপের গর্তে পড়েছে ৫ বছরের শিশু, চলছে উদ্ধার অ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
রক্ত দিয়ে হলেও কমিটমেন্ট রক্ষা করেছি: আসিফ মাহমুদ
  • ২৮ জানুয়ারি ২০২৬
সবচেয়ে দুর্বল লিগের তকমা পেল বিপিএল
  • ২৮ জানুয়ারি ২০২৬
৩৮ জনকে বিএনপি থেকে বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
প্রচলিত নিয়মে দেশ পরিচালনার জন্য আবু সাইদ-মুগ্ধরা জীবন দেনন…
  • ২৮ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২ 
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage