এবার করোনার চিকিৎসায় রেমডিসিভিরের অনুমোদন দিলো জাপান

  © ফাইল ফটো

নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) চিকিৎসায় জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ও বহুল আলোচিত ওষুধ রেমডিসিভির-এর ব্যবহার শুরু করতে যাচ্ছে। বৃহস্পতিবার (৭ মে) থেকেই দেশটিতে করোনা রোগীদের এই ওষুধ প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

এর আগে গত শুক্রবার কোভিড-১৯ চিকিৎসায় রেমডিসিভিরের জরুরি ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। এরপর দ্বিতীয় দেশ হিসেবে জাপান ইবোলার এই ওষুধটি করোনার চিকিৎসায় ব্যবহারের অনুমতি দিলো।

জাপান জানিয়েছে, করোনার চিকিৎসায় ওষুধটি আমেরিকায় অনুমোদন পাওয়ার পর তারা ব্যবহারের সিদ্ধান্ত নেয়। জাপানের ফ্যাভিপিরাভির জেনেরিকের অ্যাভিগান নিয়েও কয়েকদিন আগে বেশ আলোচনা ছিল। তারা নিজেদের তৈরি ওষুধটি দিয়ে এখনো নির্দিষ্ট কিছু রোগীর চিকিৎসা করছে।

ইবোলার চিকিৎসার জন্য তৈরি এই ওষুধটির বড় ধরনের পরীক্ষামূলক প্রয়োগের পর মার্কিন বিজ্ঞানীরা এফডিএর চূড়ান্ত অনুমোদন পায়। ওষুধটি প্রয়োগে দেখা যায়, যেসব রোগীকে রেমডিসিভির দেয়া হয়েছে তাদের এক তৃতীয়াংশ দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। তবে ওষুধটি মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে সন্তোষজনক ভূমিকা রাখতে পারেনি।


সর্বশেষ সংবাদ