করোনা: শপিং মল খোলার নির্দেশনায় পরিবর্তন

০৪ মে ২০২০, ১০:১৩ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের বিস্তারের কারণে সাধারণ ছুটি আরও এক দফ বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। সে অনুযায়ী, শপিং মল সীমিত আকারে খোলা নিয়েও মন্ত্রিপরিষদের নির্দেশনা এসেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি প্রজ্ঞাপনে শপিং মল খোলার বিষয়ে বলা হয়েছে, সীমিত পরিসরে পারস্পরিক দূরত্ব বজায় রেখে খোলা হবে শপিং মল। তবে শুরুতে বিকাল ৫টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছিল।

কিন্তু নতুন নির্দেশনায় বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে এসব শপিং মল। এছাড়া প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে বলা হয়েছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও দোকান-পাটও একইভাবে খুলে দিতে বলা হয়েছে। তবে আন্তঃজেলা ও আন্তঃউপজেলা যোগাযোগ ও চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দেশে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি চলবে। তবে শুক্র ও শনিবার মিলিয়ে সেটা ১৬ই মে পর্যন্ত থাকছে। আজ সোমবার (৪ মে) এ ঘোষণা দিয়ে কিছু নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সে অনুযায়ী, সকল প্রকার জরুরি পরিষেবা চলবে। এছাড়া সড়ক ও নৌ পথে সকল পণ্য পরিবহন অব্যাহত থাকবে। ঔষধশিল্প, উৎপাদন ও রপ্তানীমুখী শিল্প কারখানা শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে চালু রাখা যাবে।

তবে এই সময়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। সকল মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন অফিস প্রয়োজন অনুযায়ী খোলা রাখবে। এছাড়া ঈদে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

দেশে গত ২৪ ঘণ্টায় ৬৮৮ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আজ মোট শনাক্তের সংখ্যা ১০ হাজার জন ছাড়িয়েছে। আর  নতুন করে মারা গেছেন পাঁচজন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮২জনে।

কোভিড-১৯ এ মোট আক্রান্তের ৮৩.০৭ শতাংশ ঢাকা বিভাগের বাসিন্দা। আর বিশ্বে এখন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩৫ লাখের বেশি। সব মিলিয়ে বিশ্বে এখন পর্যন্ত দুই লাখ ৪৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুরতে গিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজ, তিন ঘণ্টা পর শাকসুর হলে…
  • ৩০ জানুয়ারি ২০২৬