করোনায় আক্রান্ত হয়ে এক পরিবারের সবার মৃত্যু

  © সংগৃহীত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। চীনের উহান থেকে এটি ছড়ালেও বর্তমানে প্রায় বিশ্বের সবকটি দেশেই ছড়িয়ে পড়েছে। এরিমধ্যে এ ভাইরাস কেড়ে নিয়েছে হাজার হাজার মানুষের প্রাণ। যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এক পরিবারের সবাই মারা গেছেন।

সবাই মারা যাওয়া এ পরিবারের প্রথমে এক তরুণ আক্রান্ত হন, পরে একে একে মা-বাবাও। অতপর সবাই চলে গেলেন না ফেরার দেশে।

নিউইয়র্ক পোস্ট জানায়, মারিও মেয়রগা জুনিয়র মিয়ামির সিনাই সেবামূলক সংস্থায় কাজ করতেন, যারা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্বে ছিল। মার্চের মাঝামাঝি তিনি করোনায় আক্রান্ত হন। এক সপ্তাহের পর তার বাবা-মাও আক্রান্ত হন কভিড-১৯ রোগে।

মারিও জুনিয়রের বাবা ৭২ বছর বয়সী মারিও মেয়রগা মারা যান ১০ এপ্রিল। আর এর ৯ দিন পর মারা যান ৭২ বছর বয়সী মা এসপেরাঞ্জা মেয়রগা। গত রোববার মারা যান মারিও জুনিয়রও। ৮০ এর দশকে নিকারাগুয়া থেকে পরিবারটি যুক্তরাষ্ট্রে আসে। মারিও সিনিয়র একটি শেষকৃত্য সেবার সঙ্গে কাজ করেছিলেন দীর্ঘদিন।

প্রসঙ্গত, করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যা প্রায় ৬৫ হাজার


সর্বশেষ সংবাদ