করোনায় সেই মার্কিন রণতরির নাবিকের মৃত্যু

  © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিধ্বংসী মার্কিন রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্টের এক নাবিক  মারা গেছেন। যুদ্ধবিমানবাহী রণতরীতে নাবিকের মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী।

ইউএসএস থিওডোর রুজভেল্টের কোনো নাবিক এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। তার তার নাম এখনো প্রকাশ করা হয়নি। করোনা শনাক্ত হওয়ার পর তাকে রণতরি থেকে গুয়ামের একটি আইসোলেশন হাউসে নেওয়া হয়েছিল।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটিতে ৯ এপ্রিল তাঁকে সজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। পরে ১৩ এপ্রিলমারা যান ওই নাবিক। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, করোনায় নাবিকের মৃত্যুতে তাঁরা গভীরভাবে মর্মাহত। রণতরির সদস্য ও পরিবারের সুরক্ষায় তাঁরা অঙ্গীকারবদ্ধ।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইউএসএস থিওডোর রুজভেল্ট গুয়ামে রাখা হয়েছে। নাবিকরা সেখানে কোয়ারেন্টিনে আছেন। জানা গেছে, রণতরির পাঁচ শতাধিক নাবিক করোনায় আক্রান্ত হয়েছেন।

নৌবাহিনী জানিয়েছে, চার হাজার নাবিকের মধ্যে রণতরির ৯২ শতাংশের করোনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ৫৮৫ জনের করোনা পজিটিভ। বাকি তিন হাজার ৭২৪ জনের করোনা ‘নেগেটিভ’ এসেছে।

সম্প্রতি রণতরিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে নৌবাহিনী যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না অভিযোগ করার পরই ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ারকে চলতি মাসের শুরুর দিকে বরখাস্ত করা হয়। ব্রেট এক চিঠিতে রণতরিটিতে অবস্থানরতদের রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে আহবান জানান। সেটি মার্কিন গণমাধ্যমে প্রকাশিত হয়।

তৎকালীন ভারপ্রাপ্ত নৌমন্ত্রী থমাস মোডলি  বলেছিলেন, ব্রেট অত্যন্ত বাজে বিচারবুদ্ধির চর্চা করেছেন। চিঠি ফাঁসের অভিযোগে ব্রেটকে বরখাস্ত করা হয়। বিষয়টি নিয়ে পরে ব্যাপক সমালোচনা তৈরি হলে থমাস মোডলি পদত্যাগ করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence