যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম বন্ধ ঘোষণা

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম বন্ধ ঘোষণা
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম বন্ধ ঘোষণা  © ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। গত বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি করেন আফগানিস্তান থেকে আসা এক অভিবাসী। এতে একজন সেনা নিহত হন। ওই ঘটনার পরই আশ্রয়-আবেদন কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বের সব দেশ থেকে নতুন অভিবাসী গ্রহণ না করার ঘোষণা দেন।

শুক্রবার (২৮ নভেম্বর) ইউএস সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের (ইউএসসিআইএস) পরিচালক জোসেফ এডলো এক্সে লিখেছেন, ‘সকল বিদেশি নাগরিকের নিরাপত্তা যাচাই সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত আশ্রয়-সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম বন্ধ থাকবে।’

সিবিএস নিউজ জানিয়েছে, ইউএসসিআইএস কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন আশ্রয় প্রার্থীদের আবেদনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়। এই নিষেধাজ্ঞা বিশ্বের সব দেশের নাগরিকদের জন্যই কার্যকর থাকবে।

তবে কর্মকর্তারা আবেদন যাচাই-বাছাইয়ের নিয়মিত কাজ চালিয়ে যেতে পারবেন; শুধু সিদ্ধান্ত দেওয়া আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে।

যদিও ট্রাম্প ‘তৃতীয় বিশ্বের সব দেশ’-এর কথা বলেছেন, তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি। ধারণা করা হচ্ছে, এই সিদ্ধান্ত বড় ধরনের আইনি চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়বে। ইতোমধ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থা এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। তার প্রশাসন অনেক অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার নিয়মও বাতিলের উদ্যোগ নিয়েছেন তিনি।


সর্বশেষ সংবাদ