ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই ধেয়ে আসছে ভারতে, বহু ফ্লাইট বাতিল

২৫ নভেম্বর ২০২৫, ০৯:৫০ AM
ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই ধেয়ে আসছে ভারতে

ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই ধেয়ে আসছে ভারতে © সংগৃহীত

ইথিওপিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট ঘন ছাইয়ের মেঘ ভারতমুখী হওয়ায় দেশটির আকাশপথে ব্যাপক বিঘ্ন দেখা দিয়েছে। সোমবার (২৪ নভেম্বর) নিরাপত্তার স্বার্থে একাধিক ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন ভারতীয় এয়ারলাইন্স। সম্ভাব্য ঝুঁকি এড়াতে বিমানসংস্থা ও দেশজুড়ে বিমানবন্দরগুলোকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যে ছাইয়ের মেঘ উত্তর ভারতের আকাশসীমায় প্রবেশ করেছে।

রবিবার (২৩ নভেম্বর) প্রায় ১০ থেকে ১২ হাজার বছর পর জেগে উঠে শক্তিশালী বিস্ফোরণ ঘটায় ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরি। বিস্ফোরণে উৎপন্ন বিশাল ছাইয়ের মেঘ লাল সাগর অতিক্রম করে ইয়েমেন ও ওমানের দিকে ধাবিত হয়। পরে তা উত্তর আরব সাগরের ওপর ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে ভারতের আকাশের দিকে অগ্রসর হয়।

ঘন ছাইয়ের মেঘ এখন দিল্লি, হরিয়ানা ও উত্তর প্রদেশের আকাশসীমা অতিক্রম করছে। এই ছাই ভূমির কাছাকাছি নামলে দিল্লি ও আশপাশের এলাকায় বায়ুদূষণ মারাত্মকভাবে বেড়ে যেতে পারে—তবে বিশেষজ্ঞরা বলছেন, মেঘটি হাজার হাজার ফুট উঁচুতে অবস্থান করায় তাৎক্ষণিক ঝুঁকি তুলনামূলক কম।

এ পরিস্থিতিতে আকাসা এয়ার, ইন্ডিগো ও কেএলএমসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ও দেশীয় এয়ারলাইন্স তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, ছাই প্রভাবিত আকাশসীমা এড়িয়ে চলতে হবে। সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ফ্লাইট পরিকল্পনা, রুটিং ও জ্বালানি ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।

বিমানসংস্থাগুলোকে আরও জানানো হয়েছে—যদি কোনো বিমানে ছাইয়ের সন্দেহজনক উপস্থিতি, ইঞ্জিনের কর্মক্ষমতা কমে যাওয়া বা কেবিনে ধোঁয়া/গন্ধ পাওয়া যায়, তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতে হবে। পাশাপাশি কোনো বিমানবন্দর ছাইয়ের কারণে ক্ষতিগ্রস্ত হলে রানওয়ে, ট্যাক্সিওয়ে ও এপ্রন দ্রুত পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া অপারেটরদের স্যাটেলাইট ইমেজারি ও আবহাওয়ার তথ্য ব্যবহার করে ছাইয়ের গতিপ্রবাহ নিয়মিত পর্যবেক্ষণের তাগিদ দেওয়া হয়েছে।

আকাসা এয়ার জানিয়েছে, ২৪ ও ২৫ নভেম্বর জেদ্দা, কুয়েত ও আবুধাবিগামী এবং সেসব স্থান থেকে ফেরার সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

একই কারণে কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স আমস্টারডাম–দিল্লি (কেএল ৮৭১) ও দিল্লি–আমস্টারডাম (কেএল ৮৭২) রুটের ফ্লাইট স্থগিত করেছে।

ইন্ডিগো এক্সে পোস্ট করে বলেছে, হাইলি গুবি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর ছাইয়ের মেঘ ভারতের পশ্চিমাঞ্চলের দিকে ধাবিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। যাত্রীদের আশ্বস্ত করে সংস্থাটি জানায়, “আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

ইথিওপিয়ার আফার অঞ্চলে অবস্থিত হাইলি গুবি আগ্নেয়গিরিতে রোববার সকালে অগ্ন্যুৎপাত ঘটে। এতে পাশের আফদেরা গ্রাম সম্পূর্ণভাবে ধুলায় ঢেকে যায়। আফার টিভির তথ্যমতে, বিস্ফোরণের পর এরটা আলে ও আফদেরা শহরের আশপাশে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে। আগ্নেয়গিরিটি সক্রিয় এরটা আলে আগ্নেয়গিরি থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। [সূত্র: এনডিটিভি]

এবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিল ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
আলোচনা করতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
  • ১৫ জানুয়ারি ২০২৬
জোটে যেসব আসন পেল এনসিপি
  • ১৫ জানুয়ারি ২০২৬
যেসব আসনে প্রার্থী দিল জামায়াত
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটে ইসলামী আন্দোলনের জন্য কয়টি আসন থাক…
  • ১৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন …
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9