তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত
- টিডিসি ওর্য়াল্ড
- প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ AM
আজারবাইজান থেকে ফেরার পথে তুরস্কের সামরিক বাহিনীর একটি সি-১৩০ কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল (১১ নভেম্বর) মঙ্গলবার জর্জিয়া-আজারবাইজান সীমান্তের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিষয়টি তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আজারবাইজান থেকে দেশে ফেরার পথে বিমানটি জর্জিয়া-আজারবাইজান সীমান্ত এলাকায় দুর্ঘটনার শিকার হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, বিমানে ২০ জন তুর্কি সেনা সদস্য ছিলেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা জীবিত উদ্ধারের খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বিমানটি আজারবাইজান থেকে তুরস্কের উদ্দেশ্যে উড্ডয়ন করার পর সীমান্তের কাছাকাছি পৌঁছালে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। পরে জানা যায়, এটি আজারবাইজান সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে জর্জিয়ার ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে।
দুর্ঘটনার পরপরই আজারবাইজান ও জর্জিয়ার কর্তৃপক্ষ যৌথ অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়। জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও ঘটনাটি নিশ্চিত করেছে। তারা বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। জর্জিয়ার আকাশপথ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সাকারোনাভিগাটসিয়া জানিয়েছে, বিমানটি সীমান্ত অতিক্রমের কয়েক মিনিট পরই রাডার থেকে হারিয়ে যায়, এরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, বিমানের ধ্বংসাবশেষে পৌঁছানোর কাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে চলছে এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসিয়াল-এ পোস্ট দিয়ে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেলা গেলাদজের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং দুজনেই ঘটনাস্থলে যাচ্ছেন।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দুর্ঘটনার পর তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে ফোন করে গভীর শোক প্রকাশ করেন ।