ভারত

ছেলেকে বেঁধে রেখে বিধবাকে ধর্ষণের অভিযোগে সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিধবাকে ধারালো অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগ
বিধবাকে ধারালো অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগ  © সংগৃহীত

বীরভূমের পাইকর এলাকায় গভীর রাতে বাড়ির দরজা ভেঙে এক বিধবাকে ধারালো অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন সাবির হোসেন (৩৮) নামে এক সিভিক ভলান্টিয়ার। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার তাকে রামপুরহাট আদালতে তোলা হলে পুলিশ চার দিনের হেফাজতের আবেদন জানায়। আদালত আপাতত দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পাইকরের এক গ্রামে দুইতলা মাটির বাড়িতে একা ঘুমাচ্ছিলেন মাঝবয়সি এক বিধবা মহিলা। তার ছেলে পাশের একতলা বাড়িতে ঘুমাচ্ছিল। অভিযোগ অনুযায়ী, সোমবার গভীর রাতে গ্রামেরই বাসিন্দা সাবির বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তখন মহিলা ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ শব্দ টের পেয়ে চিৎকার করতে গেলে সাবির তার মুখ চেপে ধরে। এরপর ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

ধর্ষণের পর সাবির পালানোর চেষ্টা করলে, মহিলার চিৎকার শুনে তার ছেলে এগিয়ে এসে সাবিরকে ধরে ফেলে এবং বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সাবির, মহিলা ও তাঁর ছেলেকে থানায় নিয়ে যায়। পরদিন, অর্থাৎ মঙ্গলবার, মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই সাবিরকে গ্রেফতার করে পুলিশ।

অভিযোগকারিণীর দাবি, থানায় অভিযোগ দায়েরের পর থেকেই তিনি ও তার পরিবার বিভিন্নভাবে হুমকি পাচ্ছেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে মহিলার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

তদন্তে জানা গেছে, অভিযুক্ত সাবির ও ওই মহিলার মধ্যে আগে থেকেই পরিচয় ছিল। বছর ছয়েক আগে একই অভিযোগে ওই মহিলা সাবিরের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন। তখন সাবির গ্রেফতার হয়ে এক মাস জেলে ছিলেন। পরে গ্রামবাসীদের মধ্যস্থতায় মহিলা অভিযোগ প্রত্যাহার করে নেন। এরপর থেকে সাবির স্ত্রী ও সন্তানদের নিয়ে অন্যত্র চলে যান।

সম্প্রতি নানা অসদাচরণের অভিযোগে সিভিক ভলান্টিয়ার পদ থেকেও বরখাস্ত করা হয় সাবিরকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ও মহিলার সম্পর্ক জটিল ছিল এবং সেই প্রেক্ষিতেই নতুন করে এই অভিযোগ উঠেছে।


সর্বশেষ সংবাদ