মাদাগাস্কারে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সেনা কর্মকর্তা

১৭ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ PM
প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কর্নেল রান্দ্রিয়ানিরিনা

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কর্নেল রান্দ্রিয়ানিরিনা © সংগৃহীত

মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রু রাজোয়েলিনা জেন জি বিপ্লবের মুখে দেশ ছেড়ে নির্বাসনে যাওয়ার কয়েক দিনের মাথায় দেশটির সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

আজ শুক্রবার আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের উচ্চ সাংবিধানিক আদালত এক অনুষ্ঠানে কর্নেল রান্দ্রিয়ানিরিনাকে আনুষ্ঠানিকভাবে বৈধতা দেন। এর মাধ্যমে রাজোয়েলিনার পলায়ন, অভিশংসন এবং সামরিক বাহিনীর হস্তক্ষেপের মধ্য দিয়ে অস্থির এক সপ্তাহের অবসান ঘটল।

গত কয়েক সপ্তাহে বিদ্যুৎ ও পানির ঘাটতি ঘিরে মাদাগাস্কারে চলতে থাকা গণবিক্ষোভ ধীরে ধীরে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। জাতিসংঘ জানিয়েছে, এ আন্দোলনে কমপক্ষে ২২ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছেন।

১১ অক্টোবর, রাজস্ব, দুর্নীতি এবং নিপীড়নের অভিযোগের বিরুদ্ধে গড়ে ওঠা তরুণদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামরিক বাহিনীর সিএপিএসএটি ইউনিট ঘোষণা দেয়, তারা আর বিক্ষোভকারীদের ওপর গুলি চালাবে না। এই ঘোষণাই অভ্যুত্থানে মোড় আনে।

আজ আদালতে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশাল জনসমাগম হয়। তরুণদের নেতৃত্বাধীন আন্দোলনের প্রতিনিধিরাও সেখানে রাজনীতিবিদদের সঙ্গে অবস্থান নেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্সের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠানে কর্নেল রান্দ্রিয়ানিরিনা সামরিক পোশাক না পরে একটি বেসামরিক স্যুট পরেছিলেন। আল–জাজিরার সাংবাদিক ফাহমিদা মিলার জানান, এটি একটি সচেতন বার্তা; নতুন সরকার সাংবিধানিক প্রক্রিয়ায় গঠিত হচ্ছে এবং এটি একটি বেসামরিক শাসনব্যবস্থা হতে যাচ্ছে।

নতুন প্রেসিডেন্ট রান্দ্রিয়ানিরিনা জানান, তিনি আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে নির্বাচন আয়োজন করবেন এবং ঐকমত্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী নিয়োগের জন্য আলোচনা চলছে। তাঁর ভাষায়, ‘মাদাগাস্কারের মানুষ কোনো সামরিক শাসন চায় না। সরকার বেসামরিক হবে।’

বিক্ষোভকারীদের প্রতি সিএপিএসএটি ইউনিটের সমর্থন ঘোষণার পর প্রেসিডেন্ট রাজোয়েলিনা নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। তাঁর কার্যালয় জানিয়েছে, তিনি বর্তমানে গোপন স্থানে রয়েছেন।

খবরে জানা গেছে, রাজোয়েলিনাকে ফরাসি সামরিক উড়োজাহাজে করে প্রথমে রিইউনিয়নে এবং পরে দুবাইয়ে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর অনুসারীরা দাবি করছেন, তিনি এখনও বৈধ প্রেসিডেন্ট, এবং তরুণদের তুলেধরা সমস্যাগুলোর সমাধানে কাজ করছেন।

তবে রাজোয়েলিনার শিবির রান্দ্রিয়ানিরিনার শপথ গ্রহণকে অবৈধ ও পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ বলে দাবি করেছে। তাদের ভাষায়, এটি মাদাগাস্কারের মতো একটি সাবেক ফরাসি উপনিবেশকে অস্থিতিশীল করে তুলবে।

মাদাগাস্কারে এটি তৃতীয় সামরিক হস্তক্ষেপ। এর আগে ১৯৭২ ও ২০০৯ সালে সামরিক অভ্যুত্থান হয়েছিল। আর সাম্প্রতিক বছরগুলোতে মাদাগাস্কার হলো মালি, বুরকিনা ফাসো, নাইজার, গ্যাবন ও গিনির পর ষষ্ঠ আফ্রিকান দেশ, যেখানে সামরিক হস্তক্ষেপে সরকার বদল হলো।

সংবাদ সূত্র: আল জাজিরা

 

 

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের প্রতীকী অনশন
  • ১৬ জানুয়ারি ২০২৬
স্কুল বাস থেকে ঢাবির বাস, মেট্রো নিয়ে আবেগী শাহরিয়ার নাফিস
  • ১৬ জানুয়ারি ২০২৬
বদনজর কুরআন-হাদিসে প্রমাণিত, রয়েছে সুরক্ষা ও চিকিৎসার নির্দ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রত…
  • ১৬ জানুয়ারি ২০২৬
জামায়াত বনাম ইসলামী আন্দোলন: ভোট-জরিপে কার অতীত কেমন?
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিপিএলের স্থগিত ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের জন্য সুখবর দিল …
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9