‘জোর করে গ্রেটা থুনবার্গকে ইসরায়েলের পতাকায় চুমু খাওয়ানো হয়েছে’

গ্রেটা থুনবার্গ
গ্রেটা থুনবার্গ  © সংগৃহীত

তুর্কি সাংবাদিক ও ফ্লোটিলা কর্মী এরসিন সেলিক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি নিজ চোখে দেখেছি গ্রেটা থুনবার্গকে মাটিতে টেনে হিঁচড়ে নেওয়া হয়েছে। তাকে জোর করে ইসরায়েলের পতাকায় চুমু খাওয়ানো হয়েছে।’ খবর আল জাজিরার। 

সম্প্রতি গাজামুখী মানবিক সহায়তা বহনকারী সুমুদ ফ্লোটিলা আটক করে ইসরায়েল। সেখান থেকে যাত্রীদের জোরপূর্বক ইসরায়েলে নিয়ে যাওয়া হয়।

শনিবার ইস্তানবুলে অবতরণকারী ১৩৭ জন কর্মীর মধ্যে ছিলেন ৩৬ জন তুরস্কের নাগরিক এবং যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, তিউনিসিয়া, লিবিয়া, জর্দানসহ বিভিন্ন দেশের মানবাধিকারকর্মীরা।

এ ঘটনার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। মানবাধিকার সংস্থা ও জলবায়ু আন্দোলনের নেতারা বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় #FreeGreta হ্যাশট্যাগে লক্ষাধিক মানুষ প্রতিবাদ জানিয়েছে।

তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।


সর্বশেষ সংবাদ