ফ্লোটিলার আটক মানবাধিকারকর্মীদের ইউরোপে ফেরত পাঠাবে ইসরায়েল

০২ অক্টোবর ২০২৫, ০৫:১৬ PM
ফ্লোটিলার আটক মানবাধিকারকর্মীরা

ফ্লোটিলার আটক মানবাধিকারকর্মীরা © সংগৃহীত

গাজা উপত্যকায় সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের আটক মানবাধিকারকর্মীদের ইউরোপে পাঠানোর উদ্যোগ নিচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রায় ৪৫টি জাহাজ নিয়ে গঠিত এই আন্তর্জাতিক ত্রাণবহরটি গত মাসে স্পেন থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এতে বিভিন্ন দেশের ফিলিস্তিনপন্থী রাজনৈতিক নেতা ও মানবাধিকারকর্মীরা অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

ইসরায়েলের অবরোধ অমান্য করে গাজার দিকে অগ্রসর হওয়াই ছিল এই মিশনের মূল উদ্দেশ্য। জাতিসংঘ জানিয়েছে, চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে।

বুধবার থেকে ইসরায়েলি নৌবাহিনী এই বহরের জাহাজগুলো আটক করা শুরু করে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, এসব জাহাজ অবরোধের আওতাধীন জলসীমায় প্রবেশ করতে পারবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, এখন পর্যন্ত অন্তত ৩৯টি জাহাজ আটক করা হয়েছে, যার মধ্যে থুনবার্গের জাহাজও রয়েছে।

আরও পড়ুন: ৫০০ কোটির তহবিল থেকে বিতরণ হয়নি কোনও টাকা

ফ্লোটিলার ট্র্যাকিং সিস্টেমের তথ্য অনুযায়ী, ৪৫টি জাহাজের মধ্যে ৩০টিরও বেশি জাহাজ ইতোমধ্যে আটক হয়েছে অথবা আটক করার চেষ্টা চলছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, ‘হামাস-সুমুদ জাহাজের’ যাত্রীদের ইসরায়েলে নিরাপদে আনা হয়েছে এবং তাদের ইউরোপে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, যাত্রীরা সুস্থ ও নিরাপদ রয়েছেন। এ সময় গ্রেটা থুনবার্গসহ অন্যান্য যাত্রীদের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়।

ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক জানান, যেসব জাহাজ এখনো আটক হয়নি, তারা যাত্রা চালিয়ে যাওয়ার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, ‘তারা সংকল্পবদ্ধ, অনুপ্রাণিত এবং গাজার অবরোধ ভাঙতে দৃঢ়প্রতিজ্ঞ।’

নৌবহরের আয়োজকেরা ইসরায়েলি বাহিনীর এই হস্তক্ষেপকে ‘অবৈধ’ বলে দাবি করেছেন। তারা বলেন, আন্তর্জাতিক জলসীমা অতিক্রমের সময় জাহাজগুলো আটক করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। জাহাজ আটকের পর বেশ কয়েকটি নৌযানের সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে গেছে এবং বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের একটি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। একইসঙ্গে গ্রেটা থুনবার্গের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার একটি ভিডিও প্রকাশ করে জানানো হয়, তিনি ও তার সহযাত্রীরা নিরাপদ ও সুস্থ রয়েছেন।



সূত্র: এএফপি।

বিইউবিটিতে স্প্রিং-২০২৬ নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
গাজীপুরে আইএসইউ’র এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সং…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইএলটিএস ছাড়াই আবেদন করা যাবে যেসব স্কলারশিপে
  • ১৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনী অফিস উদ্বোধন শেষে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১
  • ১৬ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনে লস হবে এনসিপির, এমনকি নাহিদ ইসলাম রিস্কে পড়ে গেল’
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9