ভূমধ্যসাগরে গাজা ফ্লোটিলা নিয়ে ইউরোপ-ইসরায়েল উত্তেজনা

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ AM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ AM
ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা © সংগৃহীত

ভূমধ্যসাগরে গাজার উদ্দেশে যাত্রারত ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ)-কে রক্ষা করতে নৌবাহিনী পাঠিয়েছে ইতালি ও স্পেন। সাম্প্রতিক ড্রোন হামলার পর ইউরোপ ও ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ইতালি জানায়, তারা দ্বিতীয় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। (খবর আল-জাজিরা)

ইতালী এর আগের দিনই একটি ফ্রিগেট মোতায়েন করে, কারণ আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার ওপর ড্রোন হামলা চালানো হয়েছিল। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও ঘোষণা দেন, তাদের নৌবাহিনী ইতালির সঙ্গে যুক্ত হয়ে যুদ্ধজাহাজ পাঠাবে। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে এবং ৪৫টি দেশের নাগরিকদের নিরাপদে ভূমধ্যসাগরে চলাচলের অধিকার রয়েছে। 

আরও পড়ুন: গকসু নির্বাচনের ফলাফল ঘোষণা— ভিপি ইয়াসিন, জিএস রায়হান

ফ্লোটিলা সংগঠকদের দাবি, বুধবার রাতে ইসরায়েলি ড্রোন ও বিমান একের পর এক হামলা চালায়। নৌকাগুলোর ওপর ফ্ল্যাশব্যাং ধরনের বিস্ফোরক এবং অজ্ঞাত বস্তু নিক্ষেপ করা হয়। একইসঙ্গে রেডিও যোগাযোগ বিঘ্নিত করতে ইচ্ছাকৃত জ্যামিং করা হয়। পরিস্থিতি নিয়ে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, ‘আমরা একটি জাহাজ পাঠিয়েছি, আরেকটি পথে আছে, যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।’

প্রায় ৫০টি বেসামরিক নৌকা নিয়ে গঠিত এ ফ্লোটিলায় মানবাধিকার কর্মী, আইনজীবী, সাংবাদিকসহ সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ রয়েছেন। ইতালির বিরোধী দলের দুই সংসদ সদস্যও এতে অংশ নিয়েছেন। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানান, এমপি ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্যরা ফ্লোটিলায় থাকায় ইসরায়েলের কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

সংগঠকরা জানাচ্ছেন, ইসরায়েলের বারবার ভয় দেখানোতে তারা পিছু হটবে না। বরং তারা জাতিসংঘ সাধারণ পরিষদে বিষয়টি আলোচনায় তোলার আহ্বান জানিয়েছেন। গ্রেটা থুনবার্গ বলেন, ‘এই মিশন গাজার জন্য, আমাদের জন্য নয়। আমরা যত ঝুঁকি নিচ্ছি, তা ফিলিস্তিনিদের প্রতিদিনকার ঝুঁকির সঙ্গে তুলনাই চলে না।’

যদিও নৌযান পাঠানো হয়েছে, ইতালি সতর্ক করে দিয়েছে ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমার ভেতরেই থাকতে হবে। প্রতিরক্ষামন্ত্রী ক্রোসেত্তো বলেন, গাজার অবরোধ ভাঙার চেষ্টা না করে বরং ত্রাণসামগ্রী ক্যাথলিক চার্চের কাছে হস্তান্তর করতে পারে, যাতে তারা পরে গাজায় বিতরণ করে।

বড় নিয়োগ বিজ্ঞপ্তি মিনিস্টার হাই-টেক পার্কে, পদ ৫০, আবেদন অ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভারতীয় অধিনায়কের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশি সহ-অধিনায়ক, প্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিলেশনশিপ অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ২…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনের বিএনপি-জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ জানুয়ারি ২০২৬
ডাকসুর বাজেট সংকটে ইশতেহার বাস্তবায়নে সংশয়, হিসাব নেই ৩০ বছ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9