শপথ নিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, ছয় মাসের মধ্যে নির্বাচন 

১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ PM
সুশীলা কার্কি

সুশীলা কার্কি © সংগৃহীত

নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানী কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবন শীতল নিবাসে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল তাকে শপথ পড়ান। স্থানীয় সময় রাত ৯টার দিকে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা সুশীলা কার্কির প্রধান দায়িত্ব আগামী ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা।

শপথ গ্রহণের আগে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল এবং নেপালের জেন-জির আন্দোলনকারীদের প্রতিনিধিদের মধ্যে এক বৈঠক হয়। আলোচনায় সর্বসম্মতভাবে সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

৭২ বছর বয়সী সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন। এর আগে ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ছিলেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি। বিচারপতির দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে তিনি বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা অর্জন করেন।

শপথের পরপরই তার নেতৃত্বে একটি ছোট মন্ত্রিসভা গঠিত হবে এবং শুক্রবার রাতেই প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে কেন্দ্রীয় ও প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব উপস্থাপন করবেন তিনি বলে একটি সূত্র জানিয়েছে।

নেপালে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পটভূমিতে এই পরিবর্তন এসেছে। গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে বিক্ষোভে নামে তরুণ প্রজন্ম। সোমবার পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু শিক্ষার্থী নিহত হন। এতে আন্দোলন আরও তীব্র হয়।

পরিস্থিতির চাপ সামলাতে ব্যর্থ হয়ে মঙ্গলবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং এরপর গা ঢাকা দেন। সেইদিনই ক্ষুব্ধ বিক্ষোভকারীরা সাবেক দুই প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রীর বাড়িতে হামলা চালান। এমনকি অর্থমন্ত্রীকে রাস্তায় প্রকাশ্যে পেটানোর ঘটনাও ঘটে।

নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, নেপালের বিভিন্ন সংকটে ভারত দেশটিকে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে।

ভোটকেন্দ্র প্রস্তুতিতে ৯৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে ৬ কোটি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন …
  • ১৭ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি, দ্বিতীয় ঢাকা
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঢাকার আবহাওয়া কেমন থাকবে আজ
  • ১৭ জানুয়ারি ২০২৬
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ১৭ জানুয়ারি ২০২৬
তেল পাম্পের শ্রমিককে গাড়িচাপায় হত্যার বিচার ও ক্ষতিপূরণ দাব…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9