ডাকসুতে বিজয়ী শিবিরকে অভিনন্দন জানাল মালেশিয়ার ছাত্র সংগঠন

১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ PM
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ইসলামী যুব আন্দোলন (এবিআইএম)

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ইসলামী যুব আন্দোলন (এবিআইএম) © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিপুল ভোটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের সদস্যদের বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছে মালেশিয়ার ইসলামী যুব আন্দোলন (এবিআইএম)।

বুধবার (১০ সেপ্টেম্বর) এবিআইএমের সভাপতি আহমদ ফাহমি বিন মোহদ সামসুদ্দিন এক বিবৃতিতে বলেন, ইসলামী যুব মুভমেন্ট ম্যালয়েশিয়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ডাকসু নির্বাচনে অভূতপূর্ব বিজয়ের জন্য অন্তরের গভীর থেকে অভিনন্দন জানায়। ছাত্রশিবির এই নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয়লাভ করেছে, যার মধ্যে শীর্ষ তিনটি নেতৃত্ব পদও অন্তর্ভুক্ত। এই বিজয় প্রকাশ করে যে, শিক্ষার্থী সমাজ নৈতিক ও মূল্যভিত্তিক নেতৃত্বের প্রতি গভীর আস্থা ও বিশ্বাস স্থাপন করেছে।

ছাত্রশিবিরের সাথে নিজেদের সম্পর্কের বিষয়ে জানিয়ে তিনি বলেন, আট মাস আগে ঢাকায় ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সদস্য সম্মেলনে অংশগ্রহণ করেছিল, যা ২০১০ সালের পর এই ধরনের প্রথম সম্মেলন ছিল। সেখানে আমরা নেতৃত্বের নবীকরণের অসাধারণ স্পৃহা লক্ষ্য করেছি, যেখানে নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনের জন্য একত্রিত হয়েছিলেন এবং ভবিষ্যতের জন্য সাহসী দৃষ্টি নির্ধারণ করেছিলেন। সেই সময়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সুযোগও পেয়েছিলাম এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংলাপে অংশগ্রহণ করেছিলাম, যা বাংলাদেশে শিক্ষার্থী নেতৃত্বকে আকার দিচ্ছে এমন প্রাণবন্ত বুদ্ধিজীবী ও আন্দোলনমূলক ঐতিহ্যের প্রতি আমাদের প্রশংসা আরও গভীর করেছে।

আরও পড়ুন: জুলাই ও একাত্তরে শহীদদের কবর জিয়ারত করে কার্যক্রম শুরু ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের

এবিআইএমের সভাপতি বলেন, ছাত্রশিবিরের এ অর্জন কেবল একটি নির্বাচনী মাইলফলক নয়, এটি বাংলাদেশে ন্যায়, মর্যাদা এবং যুব সমাজের ক্ষমতায়নের দীর্ঘমেয়াদি সংগ্রামের অংশ। এবিআইএম অন্যান্য ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণকেও স্বীকৃতি দেয়, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গণতান্ত্রিক সংস্কৃতির প্রাণবন্ত প্রতিফলন।

সবশেষে এবিআইএমের সভাপতি আহমদ ফাহমি বিন মোহদ সামসুদ্দিন বলেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এক সহকর্মী যুব আন্দোলন হিসেবে এবিআইএম বাংলাদেশের আমাদের ভাই ও বোনদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। আমরা প্রার্থনা করি যে এই নবায়িত ম্যান্ডেট শিক্ষার্থী কল্যাণকে শক্তিশালী করবে, গণতান্ত্রিক ঐতিহ্যকে সমৃদ্ধ করবে এবং ন্যায় ও মানবতার বৃহত্তর উদ্দেশ্যে অবদান রাখবে। এই বিজয় মুসলিম যুব আন্দোলনগুলিকে বিশ্বব্যাপী প্রেরণা হিসেবে কাজ করুক, যাতে তারা জ্ঞানে, ধৈর্যে এবং ঐক্যবদ্ধভাবে আমাদের যুগের মহান চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে।

 

ডাকসুর ব্যবস্থাপনায় ১০ হাজার ছাত্রীকে স্যানিটারি ন্যাপকিন ব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাষ্ট্রের কাছে একমাত্র দাবি আমার স্বামী হত্যার বিচার: ওসমান…
  • ১৬ জানুয়ারি ২০২৬
 রাবির ‘সি’ ইউনিটের ২য় শিফটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্রশিবিরের শোক
  • ১৬ জানুয়ারি ২০২৬
পুরো পৃথিবীতেই সরকার গণভোটের পক্ষ নেয়: শফিকুল আলম
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচি…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9