ফ্রান্সের একটি জাদুঘরে দুর্ধর্ষ চুরি © সংগৃহীত
ফ্রান্সের একটি জাদুঘরে ঘটে গেছে দুর্ধর্ষ চুরির ঘটনা। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোররাতের মধ্যে অজ্ঞাতপরিচয় চোরেরা প্রায় ৯৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৪ কোটি টাকা) মূল্যের মূল্যবান শিল্পকর্ম চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া সামগ্রীগুলোর মধ্যে রয়েছে মধ্যযুগীয় চীনামাটির বাসন ও একটি দুর্লভ চীনা ফুলদানি, যেগুলো ‘জাতীয় সম্পদ’ হিসেবে তালিকাভুক্ত।
ঘটনার বিস্তারিত প্রকাশ করেছে ফ্রান্স টোয়েন্টি ফোর ও প্যারিস ম্যাচ-এর মতো শীর্ষস্থানীয় ফরাসি সংবাদমাধ্যম।
আরও পড়ুন: ওএমআর ফরমে হবে ডাকসু ব্যালট, ভোটের রাতেই মিলবে ফল
সরকারি কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত ৩টা ১৫ মিনিটে জাদুঘরের অ্যালার্ম সিস্টেমে সংকেত যায়। নিরাপত্তারক্ষীরা দ্রুত পুলিশকে খবর দেন, তবে তার আগেই চোরের দল ঘটনাস্থল ত্যাগ করে। চোরেরা অত্যন্ত পরিকল্পিতভাবে ১৪শ ও ১৫শ শতাব্দীর দুটি চীনামাটির বাসন এবং ১৮শ শতাব্দীর একটি চীনা ফুলদানি চুরি করে নিয়ে যায়।
জাদুঘর কর্তৃপক্ষের মতে, এসব মূল্যবান সামগ্রী ব্যক্তিগত সংগ্রহকারীর কাছ থেকে অস্থায়ীভাবে ধার নিয়ে প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল।
ঘটনার তদন্তে মাঠে নেমেছে স্থানীয় প্রসিকিউটরের কার্যালয়। লিমোজেসের পাবলিক প্রসিকিউটর এমিলি অ্যাব্রান্তেস জানান, চুরি অত্যন্ত দ্রুততার সঙ্গে সংঘটিত হয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অপরাধীরা পালিয়ে যায়। জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও দুর্বলতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে ২০২৪ সালের নভেম্বরে প্যারিসের কগনাক-জে জাদুঘরে চার চোর কুড়াল দিয়ে ডিসপ্লে কেস ভেঙে ‘স্নাফবক্স’সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে।