ভারত তার জাতীয় স্বার্থের সাথে আপস করবে না: রাজনাথ সিং
- টিডিসি ওর্য়াল্ড
- প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৪:৩৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৯:২২ PM
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের স্বার্থ সবার উপরে, কোনও স্থায়ী বন্ধু বা শত্রু নেই। ভারত তার জাতীয় স্বার্থের সাথে আপস করবে না। ভারত কাউকে তার শত্রু মনে করে না, কিন্তু তার জনগণের স্বার্থের সাথে আপস করবে না। যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে সম্পর্ক টানাপোড়নের মধ্যে এ বক্তব্যে দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী।
শনিবার এক বক্তব্যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত একটি বিদেশ ও প্রতিরক্ষা নীতি প্রণয়ন করছে। আমাদের কোনও স্থায়ী বন্ধু বা শত্রু নেই, কেবল স্থায়ী স্বার্থ"। এসময় তিনি ভারতের ওপর ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের কথা উল্লেখ করে বলেন, বিশ্বব্যাপী বাণিজ্যের যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এসময় তিনি অভিযোগ করেন, উন্নত দেশগুলি ক্রমশ সংরক্ষণবাদী হয়ে উঠছে, তবে ভারত তার জাতীয় স্বার্থের সাথে আপস করবে না। এর আগে নাম উল্লেখ না করে তিনি ট্রাম্পের উদ্দেশে বলেছিলেন, ভারতের উন্নতি সহ্য করতে পারছেন না অনেকেই।“
তিনি বলেন, ২০১৪ সালে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত জিনিসপত্র রফতানির ক্ষেত্রে বাজার ছিল ৭০০ কোটি টাকারও কম। কিন্তু এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার কোটি। এর ফলে স্পষ্ট যে, ভারত আর শুধুমাত্র ক্রেতা নয়, বরং রফতানির ক্ষেত্রেও অন্যতম শক্তি হয়ে উঠেছে।
প্রতিরক্ষা খাতে দেশ স্বয়ংসম্পূর্ণ হবার পথে উল্লেখ করে তিনি বলেন, আত্মনির্ভরতার আলোকে ভারত এখন সমস্ত যুদ্ধজাহাজ দেশেই তৈরি করছে। নৌবাহিনীও অন্য কোনও দেশ থেকে যুদ্ধজাহাজ না কিনে নিজ দেশেই তৈরি করার প্রতিশ্রুতি দিচ্ছে।
সংবাদসূত্র: হিন্দুস্থান টাইমস