মার্শাল দ্বীপপুঞ্জে এক রাতে পার্লামেন্ট পুড়ে ছাই, নেপথ্যে কী?

পার্লামেন্ট ভবন পুড়ে ছাই
পার্লামেন্ট ভবন পুড়ে ছাই  © সংগৃহীত

মার্শাল দ্বীপপুঞ্জের পার্লামেন্ট ভবন ‘নিতিজেলা’ ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দেশটির ফায়ার সার্ভিস ও পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার ডিপার্টমেন্টের বরাত দিয়ে জানা গেছে, সোমবার রাতের বেলায় আগুনের সূত্রপাত হয়। অগ্নিনির্বাপণকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে আগুন লাগার সময়ের মধ্যে পার্লামেন্ট ভবনের অর্ধেক ধ্বংস হয়ে যায়। একটি ফায়ার ট্রাক আগুন নেভাতে কাজ করলেও ততক্ষণে বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়।

আরও পড়ুন: বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল খান হলেন মার্কিন সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল

পুলিশ জানিয়েছে, অবশিষ্ট অংশও ব্যবহারযোগ্য নয়। ফলে পুরো ভবনটিকে ধ্বংস হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ভবনের গুরুত্বপূর্ণ নথিপত্র, অফিস কক্ষ এবং বিভিন্ন সরকারি কার্যক্রমের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট হিল্ডা হাইনে-র মুখপাত্র এ ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বর্তমানে ফায়ার সার্ভিস ও পুলিশ ভবনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে আগুনের সঠিক কারণ নির্ণয় করার চেষ্টা করছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!