‘হাসিনাকে দিয়েই বাংলাদেশিদের বিতাড়নের কাজ শুরু করুন’

২২ আগস্ট ২০২৫, ০৯:৪৩ AM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৩:৪৭ PM
শেখ হাসিনা ও আসাদউদ্দিন ওয়েইসি

শেখ হাসিনা ও আসাদউদ্দিন ওয়েইসি © সংগৃহীত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়েইসি। তিনি বলেন, যদি সত্যিই কেন্দ্রীয় সরকার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে চায়, তবে শেখ হাসিনাকেই সবার আগে ফেরত পাঠানো উচিত।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আয়োজিত আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন ওয়েইসি।

ওয়েইসি বলেন, ‘আমরা কেন হাসিনাকে এ দেশে আশ্রয় দিয়েছি? তিনিও তো বাংলাদেশি! তাকেও ফেরত পাঠানো হোক।’

গত বছরের ৫ আগস্ট কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। সে সময় প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারত চলে যান শেখ হাসিনা। তখন থেকে তিনি দেশটিতেই অবস্থান করছেন।

ওয়েইসি অভিযোগ করে বলেন, পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদের দরিদ্র বাংলাভাষী ভারতীয়দের বিভিন্ন রাজ্য থেকে ধরে এনে সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ড’-এ ফেলে আসা হচ্ছে। ‘একদিকে একজন বাংলাদেশিকে আমরা থাকতে দিচ্ছি, অন্যদিকে নিজেদের বাংলাভাষী নাগরিকদের হয়রানি করছি—এটা কেমন নীতি?’—প্রশ্ন তোলেন তিনি।

প্রসঙ্গত, শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার বিরুদ্ধে গণহত্যাসহ একাধিক অভিযোগে মামলা করেছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তাঁকে ফেরত পাঠাতে নয়াদিল্লিকে আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে ঢাকা।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের প্রতিবাদে নোবিপ্রবিতে মানব…
  • ২১ জানুয়ারি ২০২৬
মব সৃষ্টি করে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে ঢুকে মারধর, ৮ কর্মক…
  • ২১ জানুয়ারি ২০২৬
সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকা করে ৩১ জানুয়ারির মধ্যে পে …
  • ২১ জানুয়ারি ২০২৬
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে…
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী
  • ২১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে কটূক্তি, গ্রেপ্তার ১
  • ২১ জানুয়ারি ২০২৬