চীনের হিউম্যানয়েড রোবটের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

১৫ আগস্ট ২০২৫, ০৬:১১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:২৭ PM
প্রতিযোগিতায় রোবট

প্রতিযোগিতায় রোবট © সংগৃহীত

চীনে প্রথমবারের মতো ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস নামের তিন দিনের  একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।  এর মধ্য দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকসে নিজেদের অগ্রগতিগুলোকে উপস্থাপন করতে চাইছে বেইজিং।

প্রতিযোগিতায় ১৬টি দেশ থেকে ২৮০টি দল অংশ নিচ্ছে। ১০০ মিটার হার্ডল দৌড়, কুংফু, লাফানো, টেবিল টেনিসসহ বিভিন্ন প্রতিযোগিতায় রোবট অংশ নিচ্ছে। ওষুধ বাছাই, মালামাল তোলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সামাল দেওয়ার মতো প্রতিযোগিতাগুলোতেও অংশ নিচ্ছে এগুলো।

প্রতিযোগী দলগুলো যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিলসহ বিভিন্ন দেশ থেকে এসেছে। এর মধ্যে ১৯২টি দল বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করছে। আর ৮৮টি দল এসেছে চীনের ইউনিট্রি ও ফুরিয়ার ইন্টেলিজেন্সের মতো বেসরকারি উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো থেকে। প্রতিযোগী দলগুলো চীনের বুস্টার রোবোটিকসের মতো বিভিন্ন রোবট নির্মাতা কোম্পানির রোবট ব্যবহার করেছে।

জার্মানির লিপজিগ ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের সঙ্গে সম্পৃক্ত দল এইচটিডব্লিউকে রোবট ফুটবল দলের সদস্য ম্যাক্স পল্টার বলেন, ‘আমরা এখানে খেলার জন্য এবং জেতার জন্য এসেছি। তবে আমরা গবেষণার ব্যাপারেও আগ্রহী।’

পল্টার আরও বলেন, ‘এই প্রতিযোগিতায় অনেক নতুন এবং রোমাঞ্চকর ধারণা পরীক্ষা করে দেখা যায়। আমরা যদি কিছু করার চেষ্টা করি এবং তা কাজ না করে, তবে আমরা খেলায় হেরে যাই। এটা দুঃখজনক। তবে অকার্যকর কোনো জিনিসে প্রচুর অর্থ বিনিয়োগ করার চেয়ে এটা তুলনামূলক ভালো।’

আরও পড়ুন: কারা হচ্ছেন ছাত্রদলের ডাকসুর প্রার্থী, তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যা জানা যাচ্ছে

বেইজিংয়ে রোবট গেমের এ আসরে টিকিটের দাম ধরা হয়েছে ১২৮ থেকে ৫৮০ ইউয়ান।

মানব আকৃতির রোবটগুলোর মধ্যে ফুটবল ম্যাচ চলার সময় দেখা যায়, এগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে বারবার পড়ে যাচ্ছে। দৌড় প্রতিযোগিতার সময়ও কিছু রোবটকে মাঝপথে পড়ে যেতে দেখা গেছে। একটি ফুটবল ম্যাচ চলাকালে দেখা যায়, চারটি রোবট একটির ওপর আরেকটি হেলে পড়েছে এবং সব কটি একসঙ্গে মাটিতে পড়ে গেছে। আর ১ হাজার ৫০০ মিটারের দৌড় প্রতিযোগিতা চলাকালে পূর্ণ গতিতে দৌড়ানোর সময় হুট করে একটি রোবট পড়ে যায়।

অবশ্য প্রতিযোগিতা চলাকালে রোবটগুলো বারবার পড়ে গেলেও মানুষের সহায়তায়, সেগুলো আবার উঠে দাঁড়ায়। কোনো কোনো রোবট অবশ্য নিজে নিজেই উঠে দাঁড়াতে পারে, যা দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

আয়োজকেরা বলছেন, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে কারখানার কাজের মতো ব্যবহারিক কাজের উপযোগী করে রোবট বানাতে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের সুযোগ তৈরি হবে।

কুবিতে ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
  • ১৯ জানুয়ারি ২০২৬
কাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
অর্থ আত্মসাতের অভিযোগে জাবির পরিবহন অফিসের কর্মচারী বরখাস্ত…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফয়জুল করীমের আসনে জামায়াতের প্রার্থী না দেওয়া নিয়ে যা বলছে …
  • ১৮ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকায় জবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9