গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৭২

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা  © সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় একদিনে অন্তত ৭২ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৩১৪ জন। শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৩০ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জন। নিহত ও আহতের এই পরিসংখ্যানে কেবল হাসপাতালে আনা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কিংবা রাস্তায় পড়ে থাকা বহু মৃতদেহ এখনো উদ্ধার সম্ভব হয়নি।

অভিযান চলাকালে গাজায় খাদ্য ও ত্রাণ প্রবেশও সীমিত করেছে ইসরায়েল, ফলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মন্ত্রণালয়ের তথ্যমতে, অপুষ্টি ও খাদ্যাভাবের কারণে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২০১ জনের, যার মধ্যে ৯৮ জন শিশু। এছাড়া ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ১ হাজার ৭৭২ জন। শুধু শুক্রবারই নিহত হন ১৬ জন। [সূত্র: আনাদোলু এজেন্সি]

 


সর্বশেষ সংবাদ