বাংলাদেশ থেকে পড়াশুনা শেষে গাজায় আহতদের সেবা দিচ্ছেন ৪১ চিকিৎসক

শিক্ষা উপদেষ্টা ও ফিলিস্তিনি রাষ্ট্রদূত
শিক্ষা উপদেষ্টা ও ফিলিস্তিনি রাষ্ট্রদূত  © সংগৃহীত

বাংলাদেশ থেকে পড়াশুনা শেষে গাজায় আহতদের সেবা দিচ্ছেন সেই দেশের ৪১ চিকিৎসক। আজ সোমবার (৪ আগস্ট) শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত।

জানা গেছে, বাংলাদেশ এবং ফিলিস্তিনের শিক্ষাব্যবস্থাকে উভয়ের সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত পোষণ করেন শিক্ষা উপদেষ্টা। উভয় দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে দু’জনের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে ফিলিস্তিনের ছাত্র-ছাত্রীদেরকে বাংলাদেশে লেখাপড়া করার সুযোগ প্রদান করেছে এ জন্য ফিলিস্তিনের রাষ্ট্রদূত শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারকে ধন্যবাদ জানান ফিলিস্তিনি রাষ্ট্রদূত।

ফিলিস্তিনের শিক্ষা বিস্তারে বাংলাদেশের অবদানকে ফিলিস্তিন বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং বাংলাদেশের এ সহযোগতিার জন্য ফিলিস্তিনের বর্তমান শিক্ষামন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেছেন। বর্তমানে গাজায় যে সংকট চলছে এ সংকটে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত।

ফিলিস্তিনি রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে শিক্ষা অর্জন করে ৪১ জন চিকিৎসক গাজায় আহতদের চিকিৎসা সেবা প্রদান করছেন এ জন্য ফিলিস্তিনের জনগণ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ । বাংলাদেশের এ অবদানকে স্মরণীয় হিসেবে রাখবেন বলে মন্তব্য করেছেন তিনি। যখন ফিলিস্তিন মুক্ত  হবে তখন তারা বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে ফিলিস্তিনে পড়াশুনার সুযোগ করে দেওয়ার মাধ্যমে এ অবদানের  পরিপূরক হিসেবে বাংলাদেশের এ ঋণ পরিশোধের চেষ্টা করবেন বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ