ব্যাংককের মার্কেটে বন্দুকধারীর হামলা, নিহত ৬

ব্যাংককে বন্দুকধারীর হামলা
ব্যাংককে বন্দুকধারীর হামলা  © সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক বন্দুকধারীর গুলিতে চার নিরাপত্তারক্ষীসহ ছয়জন নিহত হয়েছেন। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। সোমবার (২৮ জুলাই) সকালে ব্যাংককের অর তো কর বাজারে এ ঘটনা ঘটে।

ব্যাংককের ব্যাং স্যু জোনের উপ-পুলিশপ্রধান ওরাপাত সুকথাই বলেন, ‘ঘটনাটি আমরা বন্দুক হামলা হিসেবেই বিবেচনা করছি। এর পেছনের উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।’

পুলিশ জানায়, হামলাকারীর পরিচয় শনাক্তে কাজ চলছে। পাশাপাশি থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে চলমান সংঘর্ষের সঙ্গে এ ঘটনার কোনো সংযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সময় সকালেই রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত অর তো কর বাজারে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় হামলাকারী। বাজারটি চাতুচাক সাপ্তাহিক বাজারের খুব কাছেই হওয়ায় পর্যটকদের ভিড় থাকে প্রায় সবসময়। ঘটনাস্থলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রয়টার্সের খবরে বলা হয়, এ ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন নিরাপত্তাকর্মী, একজন নারী এবং অপরজন হামলাকারী নিজেই। এছাড়া আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে এরাওয়ান মেডিকেল সেন্টার। [সূত্র: টাইমস অব ইন্ডিয়া]


সর্বশেষ সংবাদ