রাজস্থানে স্কুলের ছাদ ভেঙে চার শিশুর মৃত্যু, আহত ১৭

ভারতের রাজস্থানের একটি স্কুলের ভবনের ধসে পড়া ছাদ
ভারতের রাজস্থানের একটি স্কুলের ভবনের ধসে পড়া ছাদ   © সংগৃহীত

ভারতের রাজস্থানে স্কুল চলাকালীন একটি পুরনো ভবনের ছাদ ধসে পড়ার ঘটনায় চার শিশু প্রাণ হারিয়েছে। এতে অন্তত ১৭ জন আহত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) এ মর্মান্তিক দুর্ঘটনার খবর দেশটির আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সকাল সাড়ে ৮টার দিকে রাজস্থানের ঝালাওয়াড় জেলার মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুলে এ ঘটনা ঘটে। ছাদ ধসের সময় শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত ছিলেন। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, বিদ্যালয় ভবনটি ২০ বছরেরও বেশি পুরনো এবং দীর্ঘদিন ধরেই অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল। স্থানীয়দের অভিযোগ, অবকাঠামোর দুরবস্থা নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পিপলোড়ি সরকারি বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হতো।

স্থানীয় গ্রামবাসীদের মতে, গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাত হয়েছে এলাকায়। সেই কারণেই ছাদটি ধসে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধসের শব্দ এবং ছাত্রদের তীব্র চিৎকার শুনতে পান তারা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে তারা দেখেন চারিদিক ধুলোয় ভর্তি বাড়িটি পুরো ধসে গেছে।

রাজস্থানের শিক্ষা সচিব কৃষ্ণ কুণাল জানিয়েছেন, উদ্ধার অভিযান প্রায় শেষের মুখে। এই ঘটনায় ছয়জন শিশু নিহত হয়েছে।

ঝালাওয়াড়ের পুলিশ সুপার (এসপি) অমিত কুমার সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজন শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদের উদ্ধারে কাজ চলছে।

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!