ইসরায়েলের সমালোচনাকারী জাতিসংঘের বিশেষজ্ঞকে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ফ্রান্সেসকা আলবানিজ
ফ্রান্সেসকা আলবানিজ  © সংগৃহীত

গাজায় ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলের হত্যাযজ্ঞের তথ্য তুলে ধরার কারণে জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১০ জুলাই) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।

নিষেধাজ্ঞার ঘোষণায় মার্কো রুবিও আলবানিজকে ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধের প্রচারণার’ জন্য অভিযুক্ত করেছেন।

জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে ফ্রান্সেসকা আলবানিজ দায়িত্ব পালন করছেন। ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বজুড়ে তিনি সোচ্চার।

দখলদার ইসরায়েল এবং তার সমর্থকেরা বহু বছর ধরেই আলবানিজের সমালোচনা করে আসছে। তাকে জাতিসংঘের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আসছে গাজায় গণহত্যায় অভিযুক্ত ইসরায়েল।

মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ফ্রান্সেসকা আলবানিজ আল জাজিরাকে বলেছেন, তিনি তার কাজ চালিয়ে যাওয়ার দিকেই মনোযোগ দিচ্ছেন।

যুক্তরাষ্ট্র সরকারের এই নিষেধাজ্ঞাকে ‘মাফিয়াদের মতো ভয় দেখানোর কৌশল’ অভিহিত করে তিনি বলেন, ‘আমি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে গণহত্যা বন্ধ এবং এর জন্য দায়ীদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দেওয়ার কাজে ব্যস্ত। আর যারা গণহত্যা থেকে লাভবান হচ্ছে, তাদের কথাও মনে করাচ্ছি।’

এর আগে বুধবার ইউরোপীয় সরকারগুলোর সমালোচনা করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ভ্রমণের সময় তাদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেওয়ায় সরকারগুলোর নিন্দা জানান তিনি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!