ট্রাম্প-পুতিন ফোনালাপের পরই কিয়েভে সবচেয়ে বড় ড্রোন হামলা রাশিয়ার

হামলায় বিধ্বস্ত গাড়ি
হামলায় বিধ্বস্ত গাড়ি  © সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপের কয়েক ঘণ্টা পর ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া চালিয়েছে যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন হামলা। এতে অন্তত ২৩ জন আহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীজুড়ে বহু ভবন ও স্থাপনা। শুক্রবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ওই রাতে ৫৩৯টি কামিকাজে ড্রোন এবং ১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে টানা ভোর পর্যন্ত হামলা চলে। কিয়েভজুড়ে সাইরেন, ড্রোনের গর্জন আর বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে বাসিন্দাদের। আতঙ্কে শত শত মানুষ ছুটে যায় ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোর আশ্রয়ে।

রয়টার্স জানায়, ড্রোনের আঘাতে একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা—কেউ কাঁদছিলেন, কেউ চুপচাপ তাকিয়ে ছিলেন ধ্বংসস্তূপের দিকে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেন, “গুরুত্বপূর্ণভাবে, গতকাল সন্ধ্যায় কিয়েভসহ দেশের বিভিন্ন এলাকায় বিমান হামলার সাইরেন যখন বেজে উঠতে শুরু করে, ঠিক সেই সময়ই গণমাধ্যমে ট্রাম্প ও পুতিনের ফোনালাপের খবর আসছিল। আবারও প্রমাণ হলো—রাশিয়ার যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছা নেই।”

কিয়েভ সিটি কাউন্সিলের তথ্য অনুযায়ী, হামলায় শহরের ১০টি জেলার মধ্যে ছয়টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৪০টি অ্যাপার্টমেন্ট ভবন, রেল অবকাঠামো, পাঁচটি স্কুল ও কিন্ডারগার্টেন, একটি ক্যাফে ও বহু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে পোল্যান্ড জানিয়েছে, কিয়েভে তাদের দূতাবাস ভবনের কনস্যুলার অংশও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দূতাবাস কর্মীরা সবাই নিরাপদে আছেন বলে জানানো হয়েছে।

এই হামলার পর ইউক্রেনজুড়ে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন, রাশিয়ার আগ্রাসন আরও ভয়াবহ রূপ নিতে পারে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence