ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞের

ফ্রানচেসকা আলবানিজ
ফ্রানচেসকা আলবানিজ  © সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ফ্রানচেসকা আলবানিজ। পাশাপাশি তিনি ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং আন্তর্জাতিক সহায়তা বন্ধেরও আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে উপস্থাপিত এক প্রতিবেদনে এই আহ্বান জানান তিনি। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দমন-পীড়ন, দখলদারি ও সহিংসতার চিত্র তুলে ধরেন এই জাতিসংঘ প্রতিনিধি।

প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘ফ্রম ইকোনমি অব অকুপেশন টু ইকোনমি অব জেনোসাইড’—যেখানে তিনি ইসরায়েলের অর্থনীতিকে ‘গণহত্যার অর্থনীতি’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, আর এতে সহায়তা করছে বহু আন্তর্জাতিক করপোরেট প্রতিষ্ঠান।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসব প্রতিষ্ঠান—বিশেষ করে অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি, প্রযুক্তি ফার্ম, ভারী যন্ত্রপাতি নির্মাতা এবং আর্থিক খাতের কিছু বড় কোম্পানি—ইসরায়েলকে দমন-পীড়ন, নজরদারি এবং অবৈধ বসতি স্থাপনে সহায়তা করছে।

আলবানিজ বলেন, “যখন বিশ্ব নেতারা গাজার রক্তপাত থামাতে ব্যর্থ, তখন করপোরেট প্রতিষ্ঠানগুলো সেই দমন-পীড়ন ও গণহত্যা থেকেই লাভবান হচ্ছে।”

তিনি জানান, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি শেয়ার বাজারে প্রায় ২০০ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে এবং এতে যোগ হয়েছে প্রায় ২২ হাজার কোটি মার্কিন ডলার। “একটি জাতি সমৃদ্ধ হচ্ছে, আরেকটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে—এটা স্পষ্টতই কারও কারও জন্য লাভজনক গণহত্যা,” বলেন আলবানিজ।

জাতিসংঘের হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় ৫৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। লাখ লাখ মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। হাসপাতাল, স্কুল ও বিভিন্ন শহর-গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। অবরুদ্ধ গাজা উপত্যকার প্রায় ৮৫ শতাংশ এলাকাই এখন ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। [সূত্র: আল জাজিরা]


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence