ইসরায়েলের হামলায় নিহত ইরানের শীর্ষ কর্মকর্তাদের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা
১২ দিনের সংঘর্ষে ইসরায়েলের হামলায় নিহত ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ জুন) তেহরানের কেন্দ্রস্থলে ইনকিলাব স্কোয়ারের কাছে ৬০ নিহতের জানাজার আয়োজন করা হয়।
তাসনিম নিউজ ও বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে অনুষ্ঠিত হওয়া এই জানাজায় অংশ নেন হাজারো শোকাহত মানুষ। তাদের পরনে ছিল কালো পোশাক, হাতে ছিল ইরানি পতাকা ও নিহতদের ছবি। উপস্থিত অনেকেই আয়াতুল্লাহ আলি খামেনির ছবি বহন করেন এবং আমেরিকা ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন।
ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানাজা অনুষ্ঠানের ভিডিও সম্প্রচার করে। এতে ইরানের লাল, সাদা ও সবুজ জাতীয় পতাকায় মোড়ানো কফিনগুলোর দিকে ছুটে যাওয়া মানুষের আবেগঘন দৃশ্য দেখা যায়। এসময় বাজানো হচ্ছিল দেশপ্রেমমূলক সঙ্গীত।
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানকেও এসময় উপস্থিত থাকতে দেখা যায়, যিনি নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জানাজায় অংশ নেন।
মঞ্চে প্রদর্শিত হয় নিহত কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার ছবি। যার মধ্যে ছিলেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরি।