সোমবার শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি

২৭ জুন ২০২৫, ০১:১৯ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ PM
বেনিয়ামিন নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু © সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। ইসরায়েলি দৈনিক মাআরিভ–এর বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

নেতানিয়াহু নিরাপত্তার কারণ দেখিয়ে সাক্ষ্যগ্রহণ দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন। তবে অ্যাটর্নি জেনারেল ওই যুক্তিকে অযৌক্তিক বলে উল্লেখ করে বলেন, ‘নেতানিয়াহুর পক্ষ থেকে উত্থাপিত কারণগুলো দুই সপ্তাহের শুনানি বাতিল করার মতো যথেষ্ট নয়।’

প্রসঙ্গত নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে ২০১৯ সালে অভিযোগ গঠন করা হয়। তিনি শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার নির্ধারিত রয়েছে।

এদিকে বুধবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে নেতানিয়াহুর বিচার বন্ধ করে দেওয়ার আহ্বান জানান অথবা তাঁকে ক্ষমা করার জন্য ইসরায়েল সরকারকে অনুরোধ করেন। তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে মামলাকে ‘উইচ-হান্ট’ বা উদ্দেশ্যপ্রণোদিত নিপীড়ন হিসেবে উল্লেখ করেন।

হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬