সোমবার শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০১:১৯ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ PM
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। ইসরায়েলি দৈনিক মাআরিভ–এর বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
নেতানিয়াহু নিরাপত্তার কারণ দেখিয়ে সাক্ষ্যগ্রহণ দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন। তবে অ্যাটর্নি জেনারেল ওই যুক্তিকে অযৌক্তিক বলে উল্লেখ করে বলেন, ‘নেতানিয়াহুর পক্ষ থেকে উত্থাপিত কারণগুলো দুই সপ্তাহের শুনানি বাতিল করার মতো যথেষ্ট নয়।’
প্রসঙ্গত নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে ২০১৯ সালে অভিযোগ গঠন করা হয়। তিনি শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার নির্ধারিত রয়েছে।
এদিকে বুধবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে নেতানিয়াহুর বিচার বন্ধ করে দেওয়ার আহ্বান জানান অথবা তাঁকে ক্ষমা করার জন্য ইসরায়েল সরকারকে অনুরোধ করেন। তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে মামলাকে ‘উইচ-হান্ট’ বা উদ্দেশ্যপ্রণোদিত নিপীড়ন হিসেবে উল্লেখ করেন।