যুদ্ধবিরতির জন্য ইরান ও ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করেছিল কারা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:২৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৪:০৩ PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, ‘যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হয়েছে, অনুগ্রহ করে কেউ এটি লঙ্ঘন করবেন না।’
যুদ্ধবিরতির জন্য ইরান ও ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করেছিল কারা? বিবিসির প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের যুদ্ধবিরতির প্রসঙ্গ তোলেন।
আরতার প্রশাসনের অন্য কর্মকর্তারা ইরানের সঙ্গে কথা বলেন বলেও ওই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ওই কর্মকর্তা ব্যাখ্যা করেছেন, ইসরায়েল এই শর্তে যুদ্ধবিরতি মেনে চলতে রাজি হয়েছে যে ইরান নতুন আক্রমণ শুরু করবে না। তেহরান চুক্তিটি মেনে চলার ইচ্ছা প্রকাশ করেছে বলেও একই সূত্র জানিয়েছে।
আরও পড়ুন: কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ৬টি ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে নতুন মোড়
তিনি উল্লেখ করেছেন যে ইরানি পক্ষের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগাযোগ হয়েছে এবং এতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের অংশগ্রহণ ছিল।
এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল যে যুদ্ধবিরতির জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ‘মিনতি’ করেছিলেন।