ইরানকে কেন সরাসরি সাহায্য করছে না রাশিয়া, ব্যাখ্যা দিলেন পুতিন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৬:২২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৬:৩৪ PM
মধ্যপ্রাচ্যে সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার নীতির অংশ হিসেবে ইরানকে সরাসরি সামরিক সহায়তা না দেওয়ার বিষয়টি ব্যাখ্যা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়া একদিকে যেমন ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, অন্যদিকে ইরানের সঙ্গেও গড়ে তুলেছে শক্তিশালী কূটনৈতিক ও সামরিক সহযোগিতা।
যুক্তরাষ্ট্রের আকস্মিক বিমান হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। এই প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল সংঘাতে রাশিয়ার অবস্থান নিয়ে প্রশ্ন উঠলে পুতিন সরাসরি ব্যাখ্যা দেন।
রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘তাস’ জানায়, আন্তর্জাতিক মিত্রতা নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তাদের ‘উসকানিদাতা’ বলে অভিহিত করেছেন পুতিন। তিনি বলেন, রাশিয়া সবসময় মধ্যপ্রাচ্যের শরিকদের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে।
সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের প্লেনারি অধিবেশনে পুতিন বলেন, “আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন ও বর্তমান রাশিয়ার প্রায় ২০ লাখ নাগরিক এখন ইসরায়েলে বসবাস করছেন। দেশটি এখন প্রায় একটি রুশভাষী রাষ্ট্রে পরিণত হয়েছে। এ বিষয়টি আমাদের সবসময় বিবেচনায় রাখতে হয়।”
তিনি আরও বলেন, “রাশিয়ার জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ মুসলমান, আর আমরা ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পর্যবেক্ষক সদস্য। এসব কারণেই মধ্যপ্রাচ্যে রাশিয়া দীর্ঘদিন ধরে সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখছে। আমরা একদিকে ইসরায়েলের সঙ্গে উষ্ণ সম্পর্ক উপভোগ করছি, অন্যদিকে ইরানের সঙ্গেও ঘনিষ্ঠ অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক গড়ে তুলেছি।”
পুতিন জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে রাশিয়ার একটি আস্থাপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি জানান, বুশেহরে ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়া সক্রিয়ভাবে সহায়তা করেছে।
যদিও রাশিয়া ইরানকে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে না, তবু তারা যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানো—এটা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন।”
এদিকে, আজ সোমবার (২৩ জুন) ইসরায়েলের চলমান হামলার প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৈঠকে পুতিন তাঁকে বলেন, “ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন ভিত্তিহীন ও অযৌক্তিক।” তিনি আশ্বাস দেন, রাশিয়া ইরানের জনগণের পাশে দাঁড়াতে প্রস্তুত।