ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা: এরদোয়ান
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৭:৫৬ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:১৭ PM
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় অন্তরায় হিসেবে ইসরায়েলকে দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, ইরানের পরমাণু প্রকল্প ঘিরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান সংলাপ ভণ্ডুল করতেই ইসরায়েল হামলা চালিয়েছে।
শনিবার (২১ জুন) ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) এক সম্মেলনে বক্তব্য দেন এরদোয়ান। সেখানেই তিনি ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান।
ইসরায়েলি আগ্রাসনকে ‘পুরোপুরি গুন্ডামি’ আখ্যা দিয়ে এরদোয়ান বলেন, ‘ইরানে যা হচ্ছে, তা স্রেফ গুন্ডামি। নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় বাধা সৃষ্টি করতে চায়। হামলার মূল উদ্দেশ্য সেটাই।’
তিনি আরও বলেন, ‘বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি আমার আহ্বান— জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন মেনে আপনারা যেন ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেন।’
উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ইরানে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। চলমান এই অভিযানে এখন পর্যন্ত অন্তত ৪৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আছেন ইরানের সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরিসহ একাধিক সামরিক শীর্ষ কর্মকর্তা।