ইসরায়েলি দুই পাইলটকে আটকের দাবি ইরানের, শিগগির ছবি প্রকাশ

এফ-৩৫ যুদ্ধবিমান
এফ-৩৫ যুদ্ধবিমান  © সংগৃহীত

ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমানের দুই পাইলটকে আটকের দাবি করেছে ইরান। আটক দুই পাইলটের একজন নারী। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটি শিগগির এই দুই পাইলটের ছবি প্রকাশ করবে।

ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার তেহরান টাইমস জানিয়েছে, ইরান আটক ইসরায়েলি এফ-৩৫-এর দুই পাইলটের ছবি শিগগিরই প্রকাশ করবে। এর আগে গত শুক্রবার ইসরায়েল ইরানে প্রথম দফার হামলার সময় এই দুই পাইলটকে আটক করে ইরান।

আরও পড়ুন : মার্কিন ঘাঁটি ছেড়েছে অন্তত চার এফ-৩৫ যুদ্ধবিমান

ইরানি কর্তৃপক্ষ শুক্রবার জানায়, ইসরায়েলের দুটি যুদ্ধবিমানের পাইলট তাদের হেফাজতে আছে। তাদের মধ্যে একজন নারী। শুক্রবার সকালে ইরানি লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলার পর ইসরায়েল এখনো তাদের কোনো পাইলট নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেনি।

তেহরান টাইমস আরও জানিয়েছে, তেহরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি শহরে ইসরায়েলের সঙ্গে যুক্ত বিস্ফোরকসহ একটি ‘সন্ত্রাসী দল’ ধরা পড়েছে।

গত শুক্রবারের পর থেকে উভয় দেশের একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিদিনই অব্যাহত রয়েছে। এতে আশঙ্কা বাড়ছে যে দুপক্ষের লড়াই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং একটি আঞ্চলিক বড় সংঘাতের সূত্রপাত হতে পারে আশঙ্কা বাড়ছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!