তেহরানে আইআরজিসির শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি ইসরায়েলের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১২:৫৮ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৪ PM

তেহরানে হামলা চালিয়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান আলী শাদমানিকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার (১৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা তেহরানে চালানো এক হামলায় শাদমানিকে হত্যা করেছে। তাকে ইরানের “সবচেয়ে শীর্ষ সামরিক কমান্ডার” এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির “ঘনিষ্ঠতম ব্যক্তি” হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে ইসরায়েলের এ দাবির বিষয়ে এখনও ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এর আগে, গত শুক্রবার (১৩ জুন) ইসরায়েলি হামলায় খাতাম আল-আম্বিয়ার সাবেক প্রধান গোলাম আলী রশিদ নিহত হওয়ার পর আলী শাদমানিকে পদোন্নতি দিয়ে ওই পদে নিযুক্ত করা হয়।
প্রসঙ্গত, শুক্রবার থেকে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক সমন্বিত বিমান হামলা চালায়, যার ফলে আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এর জবাবে ইরানও তেলআবিবসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। অন্যদিকে, ইরান বলছে, ইসরায়েলের হামলায় তাদের অন্তত ২২৪ জন নাগরিক নিহত এবং ১,০০০ জনেরও বেশি আহত হয়েছে।