ইরানের সামর্থ্যকে খাটো করে দেখেছে ইসরায়েল, মনে করেন মার্কিন বিশেষজ্ঞ

১৬ জুন ২০২৫, ১০:২২ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৪ PM
ইরানের মিশাইলের আঘাতে ইসরাইলে ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো

ইরানের মিশাইলের আঘাতে ইসরাইলে ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো © সংগৃহীত

ইসরায়েলে ইরান অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলা দেখিয়েছে, ইসরায়েলের প্রাথমিক হামলায় শীর্ষস্থানীয় অনেক সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পরও নিজেদের পুনর্গঠিত করতে সক্ষম তেহরানের বাহিনীগুলো। এ অভিমত জানিয়েছেন একজন মার্কিন বিশ্লেষক।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিবিষয়ক চিন্তক প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটসক্র্যাফটের ভাইস প্রেসিডেন্ট ট্রিটা পার্সি বলেন, ‘ইসরায়েলিরা ইরানের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করে তাদের বেশ কয়েকজনকে হত্যা করার ক্ষেত্রে খুবই সফল হওয়ার পর ইরানিদের পুনর্গঠিত হওয়ার সক্ষমতাকে খাটো করে দেখেছিল তারা (ইসরায়েলিরা)।’

পার্সি বলেন, ইসরায়েল মনে করেছিল, তারা ইরানের ‘কমান্ড ও কন্ট্রোল’ (সেনাবাহিনীর নির্দেশনা ও নিয়ন্ত্রণব্যবস্থা) ধসিয়ে দিয়েছে। কিন্তু তাদের এ ভাবনা দ্রুতই পরিবর্তিত হয়েছে। তিনি বলেন, ‘আমরা এখন যা দেখছি, তা হলো ইরানের ক্ষেপণাস্ত্র খুবই সফলতার সঙ্গে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সব স্তর ভেদ করছে।’

সোমবার ভোরের দিকে যখন ইসরায়েলের ওপর নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্রের বহর পড়তে থাকে এবং একাধিক স্থানে আঘাত হানে, সে সময় মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে এ কথা বলেন পার্সি।

ইরান ও ইসরায়েল—দুই পক্ষই হামলার পরিসর বাড়ানোয় উভয় দেশে হতাহতের সংখ্যা বাড়ছে। তেহরানের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে রাজধানী থেকে পালানোর চেষ্টা করছেন। অপর দিকে ইসরায়েলের বিভিন্ন শহরে রাতে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিস্ফোরণ ও আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন: ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যেভাবে হত্যা করছে ইসরায়েল, তথ্য ফাঁস করল দ্য টেলিগ্রাফ

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, ইরান এখন পর্যন্ত সে দেশে ৩৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সেই সঙ্গে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক শ ড্রোন ছোড়া হয়েছে। এসব হামলায় সোমবার সকাল পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন এবং ৫৯২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

এ ছাড়া ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বিভিন্ন শহরে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে ইসরায়েলের সংবাদমাধ্যমের খবরে উঠে এসেছে। এর মধ্যে রোববার রাতে দেশটির মধ্যাঞ্চলীয় শহর বাট ইয়ামে ক্ষেপণাস্ত্র হামলায় ৬১টি ভবন ক্ষতিগ্রস্ত হয় বলে টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়।

অপর দিকে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ইরানে অব্যাহতভাবে বিমান থেকে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এসব হামলায় ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন বলে রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

সুত্র: সিএনএন

আজ প্রধান উপদেষ্টার হাতে নতুন বেতন কাঠামোর প্রতিবেদন দিবে প…
  • ২১ জানুয়ারি ২০২৬
গাজার ‘বোর্ড অব পিস’ এ পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প
  • ২১ জানুয়ারি ২০২৬
ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ সফল হলে দেশের নাম ইতিহাসে লেখা হব…
  • ২১ জানুয়ারি ২০২৬
যেসব জেলায় বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই
  • ২১ জানুয়ারি ২০২৬
কত আসনে নির্বাচন করবে জানালো ইসলামী আন্দোলন
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9