গাজায় ইসরায়েলের অভিযান বন্ধে ব্যর্থ হওয়ায় ডাচ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড বহন করে আন্দোলনে নামে
বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড বহন করে আন্দোলনে নামে  © সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অভিযান বন্ধ করতে ব্যর্থ হওয়ায় ডাচ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। নেদারল্যান্ডসের হেগ শহরে বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় দেড় লাখ বিক্ষোভকারী।

বিক্ষোভের আয়োজকদের মধ্যে রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন এবং ডক্টরস উইদাউট বর্ডার্সও। এ তথ্য জানিয়েছে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

বিক্ষোভকারীদের বহন করা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘চুপ থাকতে হয় তখন, যখন শিশুরা ঘুমায়, তাদের মৃত্যুর সময় নয়।’

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে সশস্ত্র সংগঠন হামাস হামলা চালায়। হামাসের সেই হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত ও ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। এরপর গাজায় অভিযান শুরু করে ইসরাইল।

এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গেছে। বুধবার (১১ জুন) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর।

এদিকে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলিদের ফিলিস্তিনি অধিকৃত অঞ্চল ছেড়ে চলে যেতে বলেছে। এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি ও মেহের নিউজ।

ইরানের সশস্ত্র বাহিনী ‘ইসরায়েলি বসতি স্থাপনকারীদের’ প্রতি কঠোর সতর্কবার্তা জারি করে বলেছে, ‌‌‘এটি অদূর ভবিষ্যতে অবশ্যই বসবাসের অযোগ্য হয়ে পড়বে।’ তাদের পরামর্শ দিয়ে পরামর্শ দিয়েছে, কারণ এটিই তাদের জীবন বাঁচানোর একমাত্র উপায়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence