উত্তেজনার মধ্যেই আকাশে ‘অজ্ঞাত বস্তু’ ভূপাতিত করল ইরান

প্রতীকী
প্রতীকী  © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই নতুন করে আলোচনায় এসেছে ইরানের আকাশসীমায় একটি অজ্ঞাত বস্তু ভূপাতিত হওয়ার ঘটনা।

শনিবার (১৪ জুন) দিবাগত মধ্যেরাতে তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরের আকাশে একটি ‘অজ্ঞাত বস্তু’ ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী।

ঘটনাটি ঠিক কী ধরনের বস্তুর সঙ্গে সম্পর্কিত এবং সেটি কোথা থেকে এসেছে— তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে এমন এক সময়ে এই ঘটনা ঘটল, যখন ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে পুরো অঞ্চলজুড়ে নিরাপত্তা ও উদ্বেগের মাত্রা তুঙ্গে।

এর আগে দেশটির রাষ্ট্রায়াত্ত্ব টিভি শনিবার (১৪ জুন) স্থানীয় সময় রাত ১০টার দিকে জানানো হয় আগামী কয়েক ঘণ্টার মধ্যে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক ও ধ্বংসাত্মক হামলা চালাবে ইরান। শুক্রবার রাতেও দখলদারদের লক্ষ্য করে কয়েকশ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল ইরান। এতে তিন ইসরায়েলি নিহত ও প্রায় ২০০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ‘ইসরায়েলে কয়েক ঘণ্টার মধ্যেই ভারী ও ধ্বংসাত্মক হামলা’

শুক্রবারের ইরানি মিসাইল হামলার পর শনিবার ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। তারা তেহরানের একটি বিমানবন্দর, বুশেহর প্রদেশের একটি গ্যাসক্ষেত্র ও গ্যাস শোধনাগার এবং বন্দর নগরী বন্দর আব্বাসে হামলা চালায়। এরপরই ইরানের রাষ্ট্রায়াত্ত্ব টিভি জানায়, ইসরায়েলকে লক্ষ্য করে আগামী কয়েক ঘণ্টার মধ্যে ব্যাপক বিধ্বংসী হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, “এ মুহূর্তে আমরা ইরানে হামলা চালাচ্ছি। ইরানের কাছে এখনো এত অস্ত্র আছে যা আমাদের বিশাল ক্ষতি করতে পারে।”

সেনাবাহিনীর ওই মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েল এখনো ইরানের হামলার ঝুঁকিতে আছে। এ কারণে তারা ইরানের সারফেস টু সারফেস মিসাইল ধ্বংসের চেষ্টা অব্যাহত রাখবেন।


সর্বশেষ সংবাদ