‘ইসরায়েলে কয়েক ঘণ্টার মধ্যেই ভারী ও ধ্বংসাত্মক হামলা’

ইসরায়েলে হামলা চালায় ইরান
ইসরায়েলে হামলা চালায় ইরান  © সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ভয়াবহ ও ব্যাপক হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছে ইরান। শনিবার (১৪ জুন) স্থানীয় সময় রাত ১০টার দিকে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে এমন সতর্কবার্তা প্রচার করা হয়।

এর আগের রাতেই ইরান থেকে ছোড়া শতাধিক ব্যালিস্টিক মিসাইলে ইসরায়েলে বড় ধরনের হামলা চালানো হয়। এতে অন্তত তিনজন নিহত এবং প্রায় ২০০ জন আহত হন।

এই হামলার জবাবে শনিবার ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় পাল্টা আঘাত হানে। ইসরায়েলি বাহিনীর টার্গেটে ছিল তেহরানের একটি বিমানবন্দর, বুশেহর প্রদেশের একটি গ্যাসক্ষেত্র ও গ্যাস শোধনাগার এবং দক্ষিণের গুরুত্বপূর্ণ বন্দর শহর বন্দর আব্বাস। এসব হামলার পরেই ইরানি টিভিতে জানানো হয়— খুব শিগগিরই ইসরায়েলের ওপর আরেকটি বিধ্বংসী হামলা আসছে।

এর আগে শনিবার বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, "আমরা এই মুহূর্তে ইরানে হামলা চালাচ্ছি।" তিনি আরও জানান, “ইরানের হাতে এখনো বিপুল অস্ত্র রয়েছে, যেগুলো আমাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।”

তিনি ইঙ্গিত দেন, ইসরায়েল এখনো ইরানের পাল্টা হামলার হুমকির মধ্যে রয়েছে এবং ইরানের সারফেস-টু-সারফেস মিসাইলগুলো ধ্বংস করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এদিকে একই সময় ইরানি বার্তাসংস্থা মেহর নিউজকে দেওয়া এক বিবৃতিতে ইরানের খাতাম আল-আনবিয়া আকাশ প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার জানান, শেষ এক ঘণ্টার মধ্যে তারা ইসরায়েলের ১০টি সামরিক বিমান ভূপাতিত করেছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি। তবে তিনি স্পষ্ট করেননি যে, এই ১০টি বিমান যুদ্ধবিমান, ড্রোন নাকি নজরদারি বিমান ছিল।

 

সূত্র: আলজাজিরা, মেহের নিউজ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence