ইসরায়েলে হামলা অব্যাহত থাকবে: ইরান

ইরানের হামলায় ধ্বংস হওয়া ভবন
ইরানের হামলায় ধ্বংস হওয়া ভবন  © সংগৃহীত

ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। আজ শনিবার (১৪ জুন) ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ফার্স সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, এ সংঘাত গত রাতের সীমিত পদক্ষেপের মাধ্যমে শেষ হবে না এবং ইরানের হামলা অব্যাহত থাকবে। এ পদক্ষেপ আগ্রাসনকারীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে। ইসরায়েল এর জন্য অনুতাপ করবে।
 
ইসরায়েল শুক্রবার ভোরের দিকে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলে অন্তত তিনজন এবং কয়েক ডজন আহত হয়েছে।
 
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানে তাদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখবে। টেলিগ্রামে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ইরানে ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে দেশটির বিমান বাহিনী।
 
বিবৃতিতে আরও বলা হয়, তাদের উদ্দেশ্য, ইসরায়েলের জন্য সব রকম হুমকি নির্মূল করা।

আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে করোনা, এইচএসসি পরীক্ষা কি পেছাবে?

এ ছাড়া ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
 
ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দেশের আকাশসীমা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। শনিবার সকালেও বিমানবন্দরের ওয়েবসাইট বন্ধ দেখা গেছে। মন্ত্রণালয় আরও জানায়, ভ্রমণ করতে ইচ্ছুক যাত্রীরা ‘আকাশসীমা ফের খোলার কমপক্ষে ছয় ঘণ্টা আগে’ মিডিয়াতে তথ্য পাবেন।


সর্বশেষ সংবাদ