অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ইসরায়েলের আকাশসীমা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ইসরায়েলের বিমান চলাচল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ইসরায়েলের বিমান চলাচল  © সংগৃহীত

ইসরায়েল তাদের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির পরিবহন মন্ত্রণালয়। আজ শনিবার (১৪ জুন) সকালেও বিমানবন্দরের ওয়েবসাইটতে বিমান চলাচল বন্ধের নোটিশটি পাওয়া গেছে। খবর সিবিএস নিউজের

মন্ত্রণালয়টি এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলের আকাশসীমা বন্ধ থাকবে। এর আওতায় সবচেয়ে ব্যস্ত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরও সম্পূর্ণরূপে ফ্লাইট চলাচলের বাইরে থাকবে।

আর ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় গতকাল শুক্রবার বলেছে, ভ্রমণ করতে ইচ্ছুক যাত্রীরা আকাশসীমা পুনরায় খোলার কমপক্ষে ছয় ঘণ্টা আগে মিডিয়াতে তথ্য পাবেন।

চ্যানেল ১২ জানিয়েছে, বেন গুরিয়ন বিমানবন্দর আগামী ৩-৪ দিন বন্ধ থাকবে। তবে, বিমানবন্দর কর্তৃপক্ষের একজন মুখপাত্র এ মূল্যায়ন নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছেন, টাইমস অফ ইসরায়েলকে বলেছেন যে কোনও আনুষ্ঠানিক বিবৃতি বা অনুমান জারি করা হয়নি।

প্রসঙ্গত, শুক্রবার ভোররাতে ২০০ যুদ্ধবিমান দিয়ে ইরানের প্রায় ১০০ স্থানে হামলা করেছে ইসরাইল। এ হামলায় ইরানের সেনাপ্রধান, রেভ্যলুশনারি গার্ডের প্রধানসহ ৬ পরমাণু বিজ্ঞানী ও অর্ধশতাধিকের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসরাইল হামলা করে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে। 

পরবর্তীতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৮০ জন।


সর্বশেষ সংবাদ