ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীদের মৃত্যু

ইসরায়েলি হামলায় নিহত ইরানের ৫ শীর্ষ কর্মকর্তা
ইসরায়েলি হামলায় নিহত ইরানের ৫ শীর্ষ কর্মকর্তা  © সংগৃহীত

ইসরায়েলের চালানো ভয়াবহ হামলায় ইরানের সামরিক ও পরমাণু খাতের বড় ধরণের ক্ষতি হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকালে একাধিক স্থানে চালানো এই হামলায় নিহত হয়েছেন ইরানের চার শীর্ষ সামরিক কর্মকর্তা, একজন প্রভাবশালী রাজনীতিক এবং দুইজন পারমাণবিক বিজ্ঞানী।

বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। ইসরায়েলি সেনাবাহিনীও এসব হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

নিহতরা হলেন, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি, সশস্ত্র বাহিনীর উপপ্রধান জেনারেল গোলামালি রাশিদ এবং আইআরজিসি’র বিমান ও মহাকাশ ইউনিট প্রধান জেনারেল আমির আলী হাজিজাদেহ, ইসলামি আজাদ ইউনিভার্সিটির প্রধান মোহাম্মদ মেহদি তেহরানচি ও ইরানের পারমাণবিক সংস্থার সাবেক প্রধান ফারেদুন আব্বাসি। 

বিশ্লেষকদের মতে, ইরানের এই ক্ষতি শুধু অভ্যন্তরীণভাবে নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইসরায়েল-ইরান সম্পর্কের চরম উত্তেজনার এই সময় এমন এক হামলা অঞ্চলে নতুন সংঘর্ষের ঝুঁকি বাড়িয়েছে।

তথ্যসূত্র: ইরনা, আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স ও ইসরায়েলি সেনাবাহিনী।  


সর্বশেষ সংবাদ