অস্ট্রিয়ায় স্কুলে গুলি করে হত্যাকারীর পরিচয় জানা গেল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৯:৩১ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৪:২১ PM
অস্ট্রিয়ান স্কুলে ৯ জনকে হত্যা করা বন্দুকধারীর পরিচয় জানা গেছে। এই হত্যাকারী শিক্ষা প্রতিষ্ঠানটির ২১ বছর বয়সী প্রাক্তন ছাত্র। মঙ্গলবার (১০ জুন) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসি জানায়, স্থানীয় পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন অপরাধী গ্রাজ এলাকার ২১ বছর বয়সী একজন অস্ট্রিয়ান পুরুষ।
কর্মকর্তারা আরও জানান, স্কুলের বাথরুমে আত্মহত্যা করে ওই ব্যক্তি মারা গেছেন। তারা এখনও হত্যার উদ্দেশ্য তদন্ত করছে।
এর আগে অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে গুলি করে ৯ জনকে হত্যা করে ওই ব্যক্তি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গেরহার্ড কার্নার নিশ্চিত করেছেন, নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে ছয়জন মহিলা এবং তিনজন পুরুষ। এছাড়াও আহত হয়েছেন আরও ১২ জন।
পুলিশ জানিয়েছে, হামলায় দুটি বন্দুক ব্যবহার করা হয়েছিল—একটি লম্বা বন্দুক এবং একটি হ্যান্ডগান।
উভয় আগ্নেয়াস্ত্রই ওই ব্যক্তির মালিকানাধীন ছিল। তার কাছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও ছিল।