পাকিস্তানে ঝড়-ভারী বৃষ্টিতে এক সপ্তাহে ৩২ জনের মৃত্যু

৩০ মে ২০২৫, ০৮:৩০ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ১০:২১ AM
টানা বৃষ্টির মধ্যে শ্রমিকরা সড়ক থেকে উপড়ে পড়া গাছ সরিয়ে নিচ্ছেন

টানা বৃষ্টির মধ্যে শ্রমিকরা সড়ক থেকে উপড়ে পড়া গাছ সরিয়ে নিচ্ছেন © এএফপি

পাকিস্তানে চলমান ঝড় ও ভারী বৃষ্টির ফলে গত এক সপ্তাহে অন্তত ৩২ জনের মৃত্যু এবং ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। শুক্রবার (৩০ মে) একদিনেই প্রাণ হারিয়েছেন পাঁচজন।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে বিভিন্ন জেলায় প্রাণহানির ঘটনা ঘটে।

পাকিস্তানের জাতীয় আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, দেশটির উত্তর ও মধ্যাঞ্চলে ঝড়ো আবহাওয়া শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এর আগে, গত মঙ্গলবার ভারী বৃষ্টিতে ১০ জন এবং শনিবার আরও ১৪ জন মারা যান। বুধবার সিন্ধু প্রদেশের হায়দরাবাদে দেয়াল ধসে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন কর্মকর্তা। বেশিরভাগ মৃত্যুর কারণ ছিল দেয়াল ও ছাদ ধসে পড়া। তীব্র বাতাসে উড়ে যাওয়া সৌর প্যানেলের আঘাতেও কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে।

প্রতিবছরই দেশটিতে এমন দুর্যোগজনিত প্রাণহানি ঘটে। তবে এবারের ঝড় ও বৃষ্টির তীব্রতা ও ঘনঘনতা বিশেষজ্ঞদের মতে অস্বাভাবিক। মে মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ছয় ডিগ্রি বেশি রেকর্ড করা হয়েছে—কিছু অঞ্চলে তা পৌঁছেছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে পাকিস্তান অন্যতম। চলমান দুর্যোগ সেই বাস্তবতারই একটি উদ্বেগজনক প্রতিফলন।

ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি
  • ০২ জানুয়ারি ২০২৬
সপরিবারে ইউরোপে উচ্চশিক্ষা, জেনে নিন খুঁটিনাটি
  • ০২ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
তথ্যের গড়মিল পাওয়ায় মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
গত ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত আব্দুল…
  • ০২ জানুয়ারি ২০২৬
মৃত ভোটারের স্বাক্ষর থাকায় স্বতন্ত্রসহ তিন প্রার্থীর মনোনয়ন…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!