ফিলাডেলফিয়ায় বিএডিভির বৈশাখী আনন্দ উৎসব

বিএডিভির বৈশাখী আনন্দ উৎসব ১৪৩২
বিএডিভির বৈশাখী আনন্দ উৎসব ১৪৩২  © টিডিসি ফটো

বাংলাদেশ এসোসিয়েশন অফ ডেলাওয়ার ভ্যালি (বিএডিভি)-এর উদ্যোগে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হলো বৈশাখী আনন্দ উৎসব ১৪৩২। স্থানীয় সময় ২৪ মে স্টিটসন মিডেল স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণিল ও প্রাণবন্ত আয়োজনটি প্রবাসে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য এবং কমিউনিটির ঐক্যের এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠেছে।

বিএডিভি-এর প্রাক্তন সভাপতিবৃন্দ ও উপস্থিত গুণিজনদের সঙ্গে নিয়ে বর্তমান সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। সাংস্কৃতিক সম্পাদক শাহিদা আফরোজের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল উদ্বোধনী সংগীত, শিশু ও কিশোরদের নৃত্য পরিবেশনা, পুরস্কার বিতরণী, নতুন সদস্যদের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং প্রাপ্তবয়স্কদের পরিবেশনা।

উৎসবের সূচনা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে। যেখানে ছোট্ট অংশগ্রহণকারীরা তাদের সৃজনশীলতা ও কল্পনাশক্তির প্রকাশ ঘটায়। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার এই পর্বে বিচারক হিসাবে দ্বায়িত্ব পালন করেন ড. মোহাম্মদ শাহিদুল্লাহ এবং চিত্র শিল্পী সাজেদা শেলি।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল “আমার জেলা সবার সেরা” শিরোনামের অঞ্চলভিত্তিক উপস্থাপনা। যেখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য, পোশাক ও সংস্কৃতির বিচিত্র রূপ ফুটে ওঠে। এই পর্বটি উপস্থাপনায় ছিলেন সহ-সভাপতি সোয়েব আহমেদ।

উৎসবে পেনসিলভানিয়া গভর্নরের সেক্রেটারি অব পলিসি প্ল্যানিং আকবর হোসেন গভর্নরের পক্ষ থেকে একটি ঘোষণা পাঠ করেন। এ সময় ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল উইমেন ড. নিনা আহমেদ শহরের মেয়রের পক্ষ থেকেও আরেকটি ঘোষণা পাঠ করেন। পরে তারা ঘোষণাপত্রটি সংগঠনের সভাপতি ফারহানা আফরোজ পাপিয়ার কাছে হস্তান্তর করেন।

সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন খ্যাতিমান সংগীতশিল্পী শাহ মাহবুব এবং ক্লোজ-আপ তারকা শশী। এ ছাড়া অনুষ্ঠানে ছিল ইন্টার‌্যাকটিভ গেমস, প্রাপ্তবয়স্কদের অংশগ্রহণে প্রাণচঞ্চল পরিবেশনা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মুনমুন কুরেশী, সাদিয়া নিশাত আহমেদ। রাজিয়া সুলতানা তানিয়ার তত্ত্বাবধানে পরিচালিত চুড়ি, আলতা ও টিপের স্টলটি ছিল নারীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।

আয়োজক সংগঠনের সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া জানান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডেলাওয়ার ভ্যালি (বিএডিভি) প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মাঝে বাঙালি সংস্কৃতি, শিল্প ও ঐতিহ্যকে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর এবং এই উৎসব তারই সফল বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানের শেষ পর্বে বক্তব্য রাখেন বিএডিভি-এর সহ-সভাপতি সোয়েব আহমেদ ও সাধারণ সম্পাদক মিনহাজ সিদ্দিকী। পুরো অনুষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের সঞ্চালনায় ছিলেন মাজরেহা বিনতে জাহের, রুমানা আলম, সামিয়া সুলতানা শান্ত।


সর্বশেষ সংবাদ