দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড

প্রবাসী আয়ে রেকর্ড
প্রবাসী আয়ে রেকর্ড  © সংগৃহীত

প্রবাসী আয়ে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। চলতি  মাসের প্রথম ১০ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯০ কোটি ৩৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১১ হাজার ২১ কোটি টাকা। এর আগে, ২০২০-২১ অর্থবছরে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

সোমবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের প্রথম ১০ দিনে দেশে এসেছে ৯০ কোটি ৩৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৯০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৯ কোটি ৮১ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৫৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স। 

এতে আরও বলা হয়, ৪ থেকে ১০ মে পর্যন্ত সাত দিনে দেশে এসেছে ৭৩৫ মিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৩ শতাংশ বেশি। সে সময়ে এসেছিল ৬০১ মিলিয়ন ডলার।


সর্বশেষ সংবাদ