ট্রাম্পের ‘বিশাল’ কর প্রস্তাব আটকে দিলেন পাঁচ রিপাবলিকান

১৭ মে ২০২৫, ১১:৩০ AM , আপডেট: ১৯ মে ২০২৫, ১০:২৩ AM
নিজের দলের পাঁচজন আইনপ্রণেতা ডোনাল্ড ট্রাম্পের বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন

নিজের দলের পাঁচজন আইনপ্রণেতা ডোনাল্ড ট্রাম্পের বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন © সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি অর্থবিল কংগ্রেসে প্রাথমিক পর্যায়ে তার দলেরই কয়েকজন আইনপ্রণেতা ঠেকিয়ে দিয়েছেন। ট্রাম্প নিজেই একে ‘বিশাল, সুন্দর বিল’ হিসেবে প্রচার করে আসছিলেন।

আরও ব্যয় কমানোর দাবি করে বিলটির বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে এর বিরুদ্ধে ভোট দিয়েছেন রিপাবলিকান পাঁচজন। এতে ট্রাম্পের বাজেট কাটছাঁট করার যে এজেন্ডা তা প্রাথমিকভাবে বড় ধাক্কা খেল।

যদিও ট্রাম্প অনেকবারই আইনপ্রণেতাদের এ বিল পাসের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন।

‘রিপাবলিকান দলে দৃষ্টি আকর্ষক কারও দরকার নেই। কথা বলা বন্ধ করুন এবং এটি সম্পন্ন করুন,’ ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন।

বিলটি পাস হওয়ার সম্ভাবনাও একবারেই শেষ হয়ে যায়নি। তবে এবারে প্রাথমিক পর্যায়ে এর ব্যর্থতা এ বছরে ট্রাম্প প্রশাসনের জন্য প্রথম বড় আঘাত।

রিপাবলিকানদের মধ্যে বিলটির সমর্থনের ভিন্ন ভিন্ন দিক আছে। কিছু কট্টরপন্থী বাজেট কাটছাঁটকে এগিয়ে নিতে চান। আবার কেউ কেউ স্বাস্থ্যসেবার মতো কর্মসূচিগুলোয় অর্থ কমানোর বিষয়ে উদ্বিগ্ন।

যে পাঁচজন রিপাবলিকান এর বিরুদ্ধে ভোট দিয়েছেন তারা বলছেন, হাউস স্পিকার মাইক জনসন মেডিকএইড কর্মসূচিতে আরও ব্যয় কমানোতে রাজি না হলে তারা এ বিলের বিরোধিতা অব্যাহত রাখবেন।

মেডিকএইড নিম্ন আয়ের মার্কিনদের জন্য নেওয়া একটি কর্মসূচি।

তাদের নির্বাচনী এলাকার অনেকেই এর ওপর নির্ভরশীল। তারা একই সঙ্গে চান যে ডেমোক্র্যাটদের সময়ে করা ‘পরিবেশবান্ধব জ্বালানিতে কর অব্যাহতির’ বিষয়টি বাতিলের প্রস্তাব এ বিলে অন্তর্ভুক্ত হোক।

আরও পড়ুন: বিদ্যালয় চলাকালীন ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত ছেলেকে থানায় দিলেন বাবা

‘এ বিল খুব দুর্বল,’ বলছিলেন টেক্সাসের রিপাবলিকান চিপ রায়, যিনি বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন।

প্রস্তাবিত বিলে করছাড় কিছুটা সম্প্রসারণ করার কথা বলা হয়েছে। এটি ট্রাম্পের প্রথম মেয়াদের সময়ও বাস্তবায়ন করা হয়েছিল।

ট্রাম্প বিলে বকশিশের ওপর কর না থাকার বিষয়টি অন্তর্ভুক্ত করার কথা বললেও কিছু সমালোচক বলছেন যে এই বিল ধনীদেরই সুবিধা দেবে।

ডেমোক্র্যাটরা পুরোপুরিভাবেই বিলর বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা স্বাস্থ্যসেবার কর্মসূচিগুলোয় খরচ কমানোর বিষয়টি বিবেচনার দাবি করেছেন। বিশেষ করে তারা কম খরচে স্বাস্থ্যসেবা সুবিধায় কাটছাঁটের বিরোধী, যে প্রকল্পে লাখ লাখ মার্কিনি ভর্তুতি মূ্ল্যে স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।

‘আর কোন বিল, আইন বা ইভেন্ট অতীতে এভাবে লাখ লাখ আমেরিকানের স্বাস্থ্যসেবার সুযোগ নষ্টের কারণ হয়নি, এমনকি তীব্র মন্দার সময়েও হয়নি,’ বলছিলেন পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট ব্রেনডান বয়লে।

কংগ্রেসের জয়েন্ট ট্যাক্স কমিটির মতে, বিলটি পাস হলে আগামী 10 বছরে কর ছাড়ের মূল্য হবে ৩ দশমিক ৭২ ট্রিলিয়ন ডলার।

শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ
  • ১১ জানুয়ারি ২০২৬
কলেজ যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে ছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি
  • ১১ জানুয়ারি ২০২৬
এক-এগারোবিরোধী ছাত্রদল নেতারা কেমন আছে?
  • ১১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে ছাত্রদলের খাবা…
  • ১১ জানুয়ারি ২০২৬
বাড়ি নির্মাণকালে মাটি নিচে মিলল মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফ…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9