ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য সহায়তা বাড়াল ইউরোপীয় ইউনিয়ন

দাবরাভকা সুইসা
দাবরাভকা সুইসা  © সংগৃহীত

ফিলিস্তিনি কর্তৃপক্ষকে (প্যালেস্টিনিয়ান অথরিটি বা পিএ) অর্থনৈতিক সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রবিবার (১৩ এপ্রিল) এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যবিষয়ক ইউরোপীয় কমিশনার দাবরাভকা সুইসা জানান, আগামী তিন বছরের জন্য পিএকে প্রায় ১৮০ কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়া হবে। খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সুইসা বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দুর্নীতি ও অপশাসনের অভিযোগ রয়েছে। এই কারণে অর্থ সহায়তার পাশাপাশি কাঠামোগত সংস্কারও জরুরি।

“আমরা চাই, পিএ নিজেদের মধ্যে শুদ্ধি অভিযান চালাক। নইলে তারা না শুধু দুর্বল থাকবে, বরং প্রয়োজনীয় বিশ্বাসযোগ্যতাও অর্জন করতে পারবে না। এটা শুধু আমাদের জন্য নয়, বরং ইসরায়েলের সঙ্গে ভবিষ্যৎ আলোচনার জন্যও তাদের আস্থার জায়গা গড়ে তোলা দরকার,” বলেন সুইসা।

এই মন্তব্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে আসে। সোমবার লুক্সেমবার্গে ইইউর উচ্চ পর্যায়ের এক রাজনৈতিক সংলাপে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফাসহ শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন।

বর্তমানে পশ্চিম তীর নিয়ন্ত্রণ করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে ইইউ আশা করছে, গাজা যুদ্ধের অবসান ঘটলে ওই অঞ্চলের দায়িত্বও এক সময় পিএ গ্রহণ করবে। কারণ, ইইউ দীর্ঘদিন ধরেই পিএ-কে সবচেয়ে বড় দাতা হিসেবে আর্থিক সহায়তা দিয়ে আসছে।

তবে ইসরায়েল এই বিষয়ে ভিন্ন অবস্থানে রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, গাজার নিয়ন্ত্রণ পিএ’র হাতে ছেড়ে দেওয়া হবে না। তেল আবিব ইইউর দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকেও সমালোচনার চোখে দেখছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence