বাংলাদেশকে সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তরাষ্ট্র

২৭ মার্চ ২০২৫, ০২:৫৫ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩১ PM
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাওয়েলের সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাওয়েলের সৌজন্য সাক্ষাৎ © সংগৃহীত

বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি কমান্ডিং জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি ঢাকায় তার দুদিনের সফরে বাংলাদেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।

বুধবার (২৬ মার্চ) ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও যৌথ কার্যক্রমের সামর্থ্য বাড়াতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে উৎপাদিত সরঞ্জাম সংগ্রহের কথা বলা হয়েছে।

জেনারেল জোয়েল আঞ্চলিক স্থিতিশীলতার জন্য পেশাদার সামরিক বাহিনী গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারির প্রশংসা করে জোয়েল বলেন, নিরাপত্তার দিক থেকে পারস্পরিক স্বার্থের কারণে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়।

বাংলাদেশ সেনাবাহিনী দেশে অভ্যন্তরীণ নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনে যে পেশাদার মনোভাব দেখাচ্ছে, জেনারেল জোয়েল তার প্রশংসা করেন।

বাংলাদেশ সামরিক ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে এবং যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে কী ধরনের সহায়তা দিতে পারে, সে বিষয়েও তিনি আলাপ করেন। চলতি বছর গ্রীষ্মে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার মহড়ার বিষয়েও তিনি আলাপ করেন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, পিএসওর সঙ্গে আলোচনায় দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিকসহ বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের মধ্যে প্রশিক্ষণ, মহড়া এবং সামরিক সহযোগিতার বিষয়গুলো এসেছে।

এবারের দাখিল পরীক্ষায় মানতে হবে ১৪ নির্দেশনা
  • ২৬ জানুয়ারি ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ড, মাসিক ভাতা-আবাসনসহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবির শহীদ ওসমান হাদির নিজ বিভাগের স্মরণসভা থেকে দ্রুত বিচা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
দাখিল পরীক্ষা শুরু ২১ এপ্রিল, রুটিন দেখুন এখানে
  • ২৬ জানুয়ারি ২০২৬
২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান
  • ২৬ জানুয়ারি ২০২৬
ফেসবুকের ৭ পেজের বিরুদ্ধে ঢাবি ছাত্রদল নেত্রীর মামলা
  • ২৬ জানুয়ারি ২০২৬